পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ইদানিং প্রতিদিনই সংবাদ পত্রিকার পাতাতে উঠে আসে কোনো না কোনো জায়গার ধর্ষণের ঘটনা। সম্প্রতি আবারো ধর্ষণের শিকার হতে হল এক মহিলাকে। গোয়ায় ঘুরতে গিয়ে এক তরুণী পর্যটককে ধর্ষণ করল এক টেম্পো চালক। তবে সেই ব্যক্তির নামে অভিযোগ করার পর গোয়ার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে সেই অভিযুক্তকে।
আর কিছুদিন পরেই শুরু হবে একটি নতুন বছর। সুতরাং এই বর্ষবরণ উপলক্ষে বছরের শেষে এইসব জায়গায় ঘুরতে আসে বহু পর্যটক। সেরকমই এই তরুণীও গোয়ায় ঘুরতে আসেন বলে জানা যায়। আর সেখানেই তার সাথে ঘটে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় ওই তরুণী ১০-১৫ জনের সাথে ঘুরতে আসেন গোয়ায়। সেখানে পাশের দর্শনীয় স্থান ঘুরতে যায় একটি টেম্পো ভাড়া করে। আর সেই টেম্পো চালকই ধর্ষণ করে ওই তরুণীকে।
ঘটনা সম্পর্কে দক্ষিণ গোয়ার পুলিশ সুপার জানিয়েছেন, অন্যান্যদের মতো ওই তরুণীও টেম্পো ভাড়া করে ঘুরতে গিয়েছিলেন গোয়ার চারিপাশের জায়গা। আর সেই সময় ওই তরুণীকে ধর্ষণ করেন টেম্পো চালক। তারপরই ওই ব্যক্তির নামে অভিযোগ করা হয় সেখানকার থানায়। অভিযোগের পর মহিলা থানা ও পানাজি পুলিশ স্টেশনে সেই অভিযোগ রুজু করা হয়। খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে।
তবে এই ধর্ষণের ঘটনা গোয়ায় যে প্রথমবার ঘটেছে তা নয়। এর আগেও চলতি বছরের মাঝের দিকে অর্থাৎ জুন মাসে উত্তর গোয়ায় ধর্ষণ হয়েছিলেন এক বিদেশি পর্যটক। স্বামীর সাথেই ঘুরতে এসেছিলেন ওই ব্রিটিশ মহিলা। তবে তারা অভিযোগ করেছিলেন বিদেশি পর্যটককে উত্তর গোয়ার আরাম্বোল ওয়াটার বিচে ধর্ষণ করা হয়েছিল। তবে অভিযোগের পর গোয়ার পুলিশ প্রশাসন সেই অভিযুক্তকেও গ্রেফতার করেছিল।