উত্তরপ্রদেশ, up police, uttar pradesh, up, corona, lockdown
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণে আশঙ্কাজনক অবস্থা। তার মধ্যে সেই তালিকায় নাম রয়েছে উত্তরপ্রদেশেরও। মহামারী করোনাভাইরাস এর জেরে বিভিন্ন রাজ্যে সম্পূর্ণ লকডাউন এবং বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন জারি করা হয়েছে। তবে সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশে জারি করা হয়েছে করোনা কার্ফু।

এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বেকায়দায় পড়েছে দেশের সাধারণ মানুষ। লকডাউন-এর মধ্য দিয়ে অনেকেরই পেট চালানোর মত সামর্থ্য হয়ে উঠছে না । এই কঠিন পরিস্থিতির মধ্য  দিয়ে উত্তরপ্রদেশের এক তরুন যুবক বাড়ির সামনে সবজি বিক্রি করছিল। তার অপরাধ করোনা কারফিউ জারি থাকা সত্তেও সে সবজি বিক্রি করছিল। তাই তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। অপরাধের শাস্তি হিসেবে বেঘোরে তার প্রাণটাই চলে গেল।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ উন্নাও জেলার বাঙ্গারমাউ এলাকায়। করোনা কারফিউ জারি করার পর দুবেলা দুটো অন্ন জোগাড় করার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে সবজি বিক্রি করছিল ১৭ বছরের এক তরুণ যুবক। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় ওই তরুণ যুবককে। পুলিশের ব্যাপক মারধর এর ফলে প্রাণ হারায় ওই যুবক।

পুলিশের মার এর পর যখন ওই তরুণ যুবক অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই থানার সামনে স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এছাড়াও উত্তরপ্রদেশ সরকারের কাছে ওই তরুণ যুবকের পরিবারের ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তবে ওই তরুণ যুবকের মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে দুই পুলিশ কনস্টেবল এবং একজন হোমগার্ড-এর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।