india, aadhar card, uidai, aadhar update, uidai update, aadhaar update
Aadhaar Update: ১০ বছর হলেই আধার কার্ডে করাতে হবে এই আপডেট, আপনি করেছেন কি ? | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দৈনন্দিন জীবনে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি হলো আধার কার্ড। স্কুল কলেজ থেকে শুরু করে, ব্যাংক একাউন্ট খোলা, বাস, ট্রেন, ও প্লেনের টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিং করতে গেলেও আধার কার্ডের প্রয়োজন হয়। এক কথায় বলতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধার কার্ড অতি গুরুত্বপূর্ণ একটি নথি। আর সেই কারণেই আধার কার্ডের দশ বছর পূর্তিতে নতুন নির্দেশিকা জারি করল UIDAI।

কি নির্দেশ জারি করল UIDAI? UIDAI পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোন ব্যক্তির আধার কার্ড যদি ১০ বছরের মধ্যে আপডেট করানো না হয় তাহলে তাকে অবশ্যই আপডেট করাতে হবে। ব্যক্তির পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র দিয়ে আধার কার্ডের প্রয়োজনীয় নথি আপডেট করাতে হবে। আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আধার কার্ডের সমর্থনযোগ্য নথিপত্র ১০ বছর অন্তর একবার আপডেট করানো বাধ্যতামূলক।

কিভাবে আধার কার্ড আপডেট করবেন জেনে নিন। আধার কার্ড আপডেট করার জন্য সবার প্রথমে আপনাকে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ যেতে হবে। এরপর UIDAI ওয়েবসাইটের হোমপেজ থেকে ‘proceed to update address’ -এ ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পপ আপ (pop up) উইন্ডো খুলে যাবে। সেখানে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। বৈধ প্রমাণপত্র দিয়ে ‘proceed to update address’ -এ ক্লিক করতে হবে।

এরপর ১২ সংখ্যার আধার নাম্বার বসিয়ে “SEND OTP” তে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে আধার একাউন্টে প্রবেশ করার পর আপনি আপনার আধার কার্ড আপডেট করাতে পারবেন। সেখানে আপনার পরিচয় পত্র ও বাসস্থান বা ঠিকানা প্রমাণপত্র দিতে হবে। পাশাপাশি বাসস্থান বা ঠিকানা প্রমাণপত্র স্ক্যান করে সাবমিট করতে হবে।