cpim, mamta benarjee, tmc, bjp abdul mannan
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আর এরই মাঝে প্রকাশ্যে এলো তৃণমুলের নতুন নির্বাচনী স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়।” এই স্লোগানকে কেন্দ্র করেই তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা আব্দুল মান্নান- এর। শনিবার বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ ভাবে একটি মিছিল করে হুগলীতে। সেই মিছিলেই তৃণমুল দল নেত্রী মমতা বন্দপাধ্যায়কে তোপ দিলেন বিরোধী দলনেতা মান্নান।

মান্নান তীব্র কটাক্ষ করে জানিয়েছেন, “করলার নাম যদি বদলে দেওয়া হয় সেটা কখনও মিষ্টি হয়ে যায় না”। তিনি আরও জানিয়েছেন, “মানুষ ভেবে নিয়েছে একুশে সরকার বদল হচ্ছে। তাই তৃণমূল নেত্রী স্লোগান বদল করেছেন। সেলসম্যানেরা যেমন পণ্য বিক্রি না হলে নাম বদল করে পণ্যটি বিক্রি করে, ব্যাপারটি ঠিক সেরকমই দাঁড়িয়েছে।”

শনিবার হুগলির ডানকুনিতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যৌথ মিছিল করে বামফ্রন্ট ও কংগ্রেস। সেই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এবং আব্দুল মান্নান সহ আরো অনেক দলনেতা ও নেত্রী। সেই মিছিলে মমতার নতুন স্লোগানটি সামনে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন মান্নান।

আব্দুল মান্নানের কথার পাল্টা জবাব দিয়ে শাসক দলনেতা অনুব্রত মণ্ডল ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন “মানুষ আর সিপিএম কংগ্রেসকে ভোট দেবে না। তাই ওরা এসব বলছে ।” এছাড়াও তিনি সিপিআইএম ও কংগ্রেস কে বুড়ো গরু বলেন। তিনি বলেন, “যে দুটো দলের কথা বলা হচ্ছে সেই দুটো দল বুড়ো গরু। সিপিআইএমও বুড়ো গুরু, কংগ্রেসও বুড়ো গরু। চলতেও পারে না, ডাকাতেও পারে না।”

এবার তৃণমুল দলনেত্রী মমতার নতুন স্লোগান নিয়ে জল গড়িয়েছে বহুদূর। নানা কথা নানা জায়গা থেকে ভেসে আসছে। একুশের নির্বাচনে সরকার বদলাবে জেনে এমন স্লোগান তৃণমূল নেত্রীর এছাড়াও অন্যান্য তর্ক বিতর্ক লেগেই আছে। শুধু বামফ্রন্ট ও কংগ্রেসে নয়। “বাংলা নিজের মেয়েকে চাই” তৃণমূলের এই নতুন স্লোগান নিয়ে বিজেপির নেতারাও ক্ষোভ প্রকাশ করেছে তাদের টুইটার হ্যান্ডেলে।

শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দেবশ্রী চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এছাড়াও রয়েছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, রাহুল সিং, অনুপম হাজরা, অমিতাভ চক্রবর্তী, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায় সহ সবাই টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে শুধু বাংলা ভাষাতেই নয় বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষাতেও বিজেপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।