পশ্চিমবঙ্গ ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে বারবার তৃণমূলের বিরুদ্ধেই আঙ্গুল উঠছে। বিশেষ করে তৃণমূল ছুট বর্তমানে গেরুয়া শিবিরের নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী বারবার কয়লা পাচার ও গরু পাচার নিয়ে তোলাবাজি “ভাইপো” বলে তাকমা দিয়ে চলেছেন অভিষেককে।
বঙ্গে নির্বাচনী ভোটের মধ্য দিয়েই অন্য রকম আক্রমণ বিজেপির। কয়লা পাচার কাণ্ডে এই প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের অভিযোগে পাল্টা জবাব দিলেন তিনি।
তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে পরপর দুটি টুইট করেন তিনি। প্রথম টুইট করে অভিষেক জানান, “কয়লা ও সেই সংক্রান্ত যাবতীয় সম্পদ কেন্দ্র সরকারের অধীনে, তার পাহারার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতেই। বিজেপি নেতারা যদি মনে করে বেআইনি পাচার থেকে টাকা পাওয়া গিয়েছ। তাহলে যাদের উপর জাতীয় সম্পত্তি পাহারার দায়িত্ব রয়েছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত করছে না কেন্দ্র সরকার ?”
Also it is ABSOLUTELY HILARIOUS that according to BJP, Coal Ministry & Home Ministry officials were more keenly following TMC leaders’ orders than listening to their own bosses’ (Read Modi-Shah’s) commands!
Whom are you fooling, @BJP4India? (2/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) April 5, 2021
এছাড়া তিনি পরে আরেকটি টুইট করে জানান, “এটা হাস্যকর। যে কয়লা ও স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসাররা তাদের উর্দ্ধতনদের কথা না শুনে তৃণমূল নেতাদের কথা শুনছেন। কাদের বোকা বানাচ্ছে জনতা পার্টি।”
সিবিআই তদন্তে নেমে কয়লা পাচার কাণ্ডে বিদেশে দুটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে। ব্যাপারটি সন্দেহজনক মনে হয় ইতিমধ্যে অভিষেক পত্নী রুজিরা নুরুলা এবং শালিকা মেনুকা গম্ভীর সহ তার স্বামী ও শ্বশুর কে জেরা করেছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে পরবর্তীতে সকলকেই আবারো জেরা করা হবে।
আরও পড়ুনঃ “২ রা মে, বল হরি হরি বল, বহিরাগতদের ঘাটে তোল”- অভিষেক বন্দ্যোপাধ্যায়
রবিবার শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, “কয়লা দুর্নীতি থেকে ৯০০ কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে গিয়েছে।” শুভেন্দু অধিকারীর এমন আক্রমণের পর বিজেপিকে পাল্টা জবাব দিলেন তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক নেতার কথায় জানা গিয়েছে, “শুভেন্দুর দলবদল এরপর নানাভাবে অভিষেককে আক্রমণ করছেন। রবিবার গরু পাচার ও কয়লা পাচার কাণ্ডে অভিযোগের মাত্রা ছাড়িয়েছেন তিনি।”
গতকাল একটি অডিও টেপ ভাইরাল হয়। সেই অডিও ক্লিপ নিয়ে মাঠে নেমেছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী জানিয়েছে, “কয়লা পাচারের জন্য প্রতি মাসে ৪০ কোটি টাকা করে নিত ভাইপো। ৯০০ কোটি টাকা নিয়ে বিনয় মিশ্র কে তৃণমূল যুব কংগ্রেসের পথ দিয়েছে। তাই কয়লা পাচার কাণ্ডের মূল দোষী ভাইপো।” এই ঘটনায় তদন্ত নেমে বিনয় মিশ্র আত্মীয়তা রাজ্য পুলিশের বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র কে দিল্লিতে গ্রেফতার করেছে ইডি। এছাড়াও তিনি জানিয়েছেন, “গোটা ব্যানার্জি পরিবার দুর্নীতিতে যুক্ত। মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পাররেন না।”
এই ঘটনায় তৃণমূল ভবনে ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে ছিলেন। তিনি জানিয়েছেন, “বিজেপির অভিযোগ তৃণমূল নাকি ৯০০ কোটি টাকা নিয়েছে। তাহলে কত কোটি টাকা কয়লা মন্ত্রী নিয়েছে ? এই অভিযোগের ভিত্তিতে কয়লা মন্ত্রীর পদত্যাগ করা উচিত।”