পশ্চিমবঙ্গ ডেস্কঃ আমেরিকা থেকে চোখের জটিলতম অস্ত্রপাচার করিয়ে কালীপুজার আগেই দেশে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি দুর্ঘটনায় তার বা চোখে গুরুতর আঘাত লাগে যার কারনে বারবার অস্ত্র প্রচার করাতে হয় তাকে। এর আগেও একাধিকবার অস্ত্র প্রচার করাতে হয়েছে। এই নিয়ে মোট সপ্তম বার চোখে অস্ত্র পচার করালেন ডায়মন হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০১৬ সালের অক্টোবর মাসে তৃণমূলের একটি দলীয় সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদে। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় যখম হয়েছিলেন অভিষেক বাবু। মুর্শিদাবাদ থেকে ফেরার পথে সিঙ্গুর এর কাছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে একটি দুধের গাড়ির সঙ্গে আচমকায় ধাক্কা লাগে তৃণমূল সংসদের গাড়ির। ধাক্কা লাগার সাথে সাথে গাড়িটি উল্টে যায়।
দুমড়ে মুছড়ে যাওয়া ওই গাড়ির ভেতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত মানুষজন। সেই দুর্ঘটনাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বা চোখের ‘অরবিটাল বোন” ভেঙ্গে যায়। যার কারনে তার বা চোখে অস্ত্র পচার করাতে হয়েছে। এর আগে তিনি হায়দ্রাবাদ এবং সিঙ্গাপুর থেকে চোখের অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু তাতেও কোনরকম সুরাহা পাননি তিনি।
সম্প্রতি তিনি চোখের চিকিৎসার জন্য দুবাইতে গিয়েছিলেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চোখের অস্ত্র প্রচার করানোর সিদ্ধান্ত নেন। দুর্গাপুজার পরেই তিনি উড়ে যান আমেরিকাতে। এরপর গত ১২ ই অক্টোবর পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তার চোখের অস্ত্র প্রচার করেন আমেরিকার হাসপাতালের দুই অভিজ্ঞ চিকিৎসক। চোখের অস্ত্র পচার করার পর বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে কালী পূজার আগে তিনি বাড়ি ফিরলেও মানতে হবে একাধিক নিয়মাবলি।