পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সংবাদ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ২০২২ সালে মুখ্য তথ্য কমিশনার বাছতে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নানান অভিযোগ তুলে বৈঠক এড়িয়ে গিয়েছিলেন তিনি। এবার ফের অনুপস্থিত ছিলেন তিনি বৈঠকে। আর সেকথা টুইট করে জানালেন সকলকে।
তিনি যে অনুপস্থিত থাকতে পারেন সেটা আগেই আশঙ্কা করা হয়েছিল। কারণ গতবারের বৈঠক নিয়ে তার আচরণ দেখে সকলে এটাই অনুমান করেছিলেন। আর সকলের এই অনুমান সত্য প্রমাণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার আবার তার বৈঠকে না যাওয়ার কারণ সর্বসমক্ষে প্রকাশ করেন তিনি। তিনি একটি টুইটের মাধ্যমে সমস্ত বার্তা তুলে ধরেন জনসাধারণের কাছে।
যদিও বৈঠকের প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের সময় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকতে হয়। গতকাল, বুধবার বিধানসভায় এর জন্যই বৈঠক ডাকা হয়েছিল। আর ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ শূন্য অবস্থায় পরে আছে।
এই পদে নিয়োগের খবর প্রকাশের পর ১৫ জন এই পদের জন্য আবেদন করেছেন। সেখানে চারজনকে বয়সের কারণে বাদ দেওয়া হয়েছে। আর ১১ জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার কাজ শুরু হয়েছে। আর মুখ্য তথ্য কমিশনার নিয়োগের পর খাদ্যভবনে বসবেন বলে জানা গিয়েছে।
বুধবার রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ হওয়ার কথা ছিল। সেই জন্য বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু তিনি এই বৈঠকে উপস্থিত থাকছেন না বলে টুইট করেছেন। সুতরাং আমন্ত্রণ পেয়েও যেহেতু তিনি যাননি। তাই তার বিরুদ্ধে প্রটোকল ভাঙার অভিযোগও উঠেছে।
তবে শুভেন্দু অধিকারী উপস্থিত না থাকার কথা জানিয়ে আগেই অভিযোগ করেন। তিনি বলেন যে, আগে থেকেই নির্ধারণ করা হয়েছে, কে ওই চেয়ারে বসবেন। আর এই বৈঠক শুধু নিয়মরক্ষার জন্য ডাকা হয়েছে। তাই তিনি ওই বৈঠকে যাচ্ছেন না। জানা গেছে এবার বৈঠক হওয়ার কথা ছিল বিধানসভায়।
টুইটে শুভেন্দু লেখেন, তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। কারণ, সংশ্লিষ্ট আবেদনগুলি নির্দেশিকা লঙ্ঘন করেছে। আর পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন করে দেওয়া হয়েছে। এমনকী এই বৈঠককে ‘প্রহসনমূলক প্রক্রিয়া’ বলে মন্তব্য করেন শুভেন্দু। তবে এই বিষয়টি নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবকে চিঠিও পাঠিয়েছেন তিনি। সব কিছুর ছবিই যুক্ত করে তিনি পোস্ট করেছেন নিজের টুইটারে।