পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। করোনা ভাইরাস-এর দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই আক্রমণ শুরু করোনা ভাইরাস-এর তৃতীয় ঢেউয়ের। গোটা দেশজুড়ে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৬০ জন মানুষ।
গোটা দেশজুড়ে যেমন বেড়ে চলেছে করোনার বাড়বাড়ন্তি। তেমনি এ রাজ্যেও বেড়ে চলেছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। তবে দৈনিক করোনা সংক্রমনের নিরিখে ফের শীর্ষস্থানে উঠে এল কলকাতা। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ১১২ জন মানুষ।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গোটা দেশজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৯৪৭। দৈনিক করোনা সংক্রমনের পাশাপাশি বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ৫০৯ জন মানুষ। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় একটিভ রোগীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার ৮৭৬। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৩৪৭ জন মানুষ। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে করোনাকে পরাজয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৪০২ জন মানুষ।
এ রাজ্যেও গত তিনদিন করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে গত বৃহস্পতিবার এর তুলনায় শুক্রবার কিছুটা কমে করোনা সংক্রমনের হার। রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, এখনো পর্যন্ত এই রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৬ হাজার ২৩৭। এর পাশাপাশি এ রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস-এর জেরে প্রাণ হারিয়েছেন ৮ জন। এখনো পর্যন্ত রাজ্যে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৪১০ জন মানুষ।
তবে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। তবে তারই মধ্যে অন্যতম পদক্ষেপ করোনা টিকা করন। স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গোটা দেশজুড়ে এখনো পর্যন্ত ৬২ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ১০৩ জন টিকা পেয়ছে। গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে ভ্যাক্সিনেশন করা হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৩৫ হাজার ২৯০ জন মানুষকে।
এছাড়াও এ রাজ্যে গত ২৪ ঘন্টায় ভ্যাক্সিনেশন করা হয়েছে ৪ লক্ষ ১৭ হাজার ১৪০ জন মানুষকে। এখনো পর্যন্ত এই রাজ্যে টিকা গ্রহণ করেছেন ৩ কোটি ৮০ লক্ষ ৬৬ হাজার ৫৬৯ জন মানুষ।