পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত দু-সপ্তাহ ধরে নানান শারীরিক প্রতিকূলতার সাথে যুঝে চলছেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত বুধবার নাগাদ তার শারীরিক অবনতির সংবাদ পাওয়া গিয়েছিল। আর এরই মাঝে বাংলা সিনেমার চেনা মুখ ঋত্বিক চক্রবর্তীর একটি পোস্ট নিয়ে নেট দুনিয়ায় ওঠে ঝড়। নানান কটুক্তি এবং মন্তব্যের মুখে পড়তে হয় তাকে। তবে ঐন্দ্রিলার সাথে ঋত্বিকের পোস্টের কি সম্পর্ক ?
প্রসঙ্গত, গত মঙ্গলবার ঋত্বিক চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টে লেখেন, ‘নানান কারণে অনেককেই দেখি ফেসবুকে প্রার্থনা করেন, কিন্তু এই প্রার্থনা যার কাছে করা হয় তিনি ফেসবুক করেন তো।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করার সাথে সাথেই কমেন্ট বক্স ভরে ওঠে নানান কটাক্ষ। অগণিত লোক তাকে নিক্ষেপ করে পাল্টা জবাব দিতে শুরু করে। ঐন্দ্রিলার অনুগামীদের ধারণা, তাকে কেন্দ্র করেই এই ধরনের মন্তব্য করেছেন ঋত্বিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ঋত্বিককে ঠেস দিয়ে নানান ধরনের পোস্ট করতে শুরু করে বিভিন্ন মানুষ।
এই শোরগোলের মাঝে নিজের নীরবতা ভেঙ্গে অভিনেতা ঋত্বিক একটি পাল্টা পোস্ট করে জানান, পোস্টটি তিনি ঐন্দ্রিলাকে মাথায় রেখে করেননি। এর সাথে কোনভাবেই অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার সম্পর্ক নেই। চারিদিকে ঐন্দ্রিলাকে ঘিরে সকলেই চিন্তিত। বহু মানুষ তার আরোগ্য কামনা করছে। আমরা সকলেই চাই ঐন্দ্রিলা দ্রুত সুস্থ হয়ে জীবনের মূল সুত্রে ফিরে আসুক। আমার করা ওই পোস্টটিতে কোনরকম ভাবেই ঐন্দ্রিলা জড়িত ছিল না। তবুও যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, তবে তার জন্য আমি দুঃখিত। দয়া করে আমাকে মার্জনা করবেন।
তিনি আরো জানান, অভিনেতার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন একথা বলেছেন ওই পোষ্টে। অনেককেই দেখেছি প্রার্থনা করার মাধ্যম হিসেবে ফেসবুকে পাবলিক পোস্ট করেন। প্রার্থনা ডকুমেন্টেশন রেখে দেওয়ার তাগিদ অনেকের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এইসব কথা মাথায় এসেছিল ওই পোস্টটি করার সময়। তবে আপনারা সকলেই ঐন্দ্রিলার জন্য আরোগ্য কামনা করুন। আমরা চাই ঐন্দ্রিলা খুব শীঘ্রই সুস্থতার পথে ফিরে আসুক।