পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে ইহলোক ত্যাগ করলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ২রা নভেম্বর থেকে হাসপাতলে সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। শরীরে ছিল না কোনো জ্ঞান। কিন্তু তবুও অভিনেত্রীর পরিবারের লোকজন এবং প্রেমিক সব্যসাচী চৌধুরীর সাথে অভিনেত্রীর লক্ষ লক্ষ অনুগামী তার সুস্থতার আশায় ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না, মাত্র ২৪ বছর বয়সে সকলকে ছেড়ে পরলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন ঐন্দ্রিলা।
পরপর দু-বার ক্যান্সারের মত দুরারোগ্য-ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার পর, গত ২রা নভেম্বর রাত্রি নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হঠাৎ করেই হাত অসাড় হয়ে পড়ছিল তার। এই অবস্থায় প্রেমিক সব্যসাচী চৌধুরী দ্রুত হাওড়ার একটি হাসপাতলে ঐন্দ্রিলাকে নিয়ে যান। জানা যায়, অভিনেত্রীর ব্রেন স্ট্রোক হয়েছে এবং চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রেখেছিলেন। এরপর চলতে থাকে কুড়ি দিনের দীর্ঘ কঠোর লড়াই। শারীরিকভাবে নানান কষ্টের সম্মুখীন অভিনেত্রীকে হতে হচ্ছিল ঠিকই কিন্তু, এই লড়াই শুধু তার একার ছিল না। ছিল তার প্রেমিক সব্যসাচী চৌধুরীর এবং ঐন্দ্রিলার পরিবারের লোকজনদেরও।
চিকিৎসকরা নানান ভাবে ঔষধ পত্র বদল এবং চিকিৎসা পদ্ধতি নিক্ষেপ করেও অভিনেত্রীর শারীরিক উন্নতি ঘটাতে পারছিলেন না। এতো প্রতিকূলতার মাঝেও অভিনেত্রীর সুস্থতার আশার আলো মনে নিয়ে দিন কাটাচ্ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। এই দুর্গম সময়ের মাঝে ফেসবুকে নানান পোষ্টের মাধ্যমে সব্যসাচী সকলের কাছে প্রার্থনা করেছিলেন, সকলে যেন ঐন্দ্রিলার আরোগ্য কামনা করেন। কিন্তু দেখা যায়, গতকাল এই সমস্ত পোস্ট সব্যসাচীর সোশ্যাল মিডিয়া ওয়াল থেকে উধাও হয়ে গিয়েছে। সূত্রের খবর, গতকাল পরপর ১০ বার স্ট্রোক হয় ঐন্দ্রিলার। আর তারপরেই এই পরিণতি।
ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনাটি টলিপাড়ার সকলকেই নাড়িয়ে দিয়েছে। সবারই কোথাও যেন একটা বিশ্বাস কাজ করছিল যে, লড়াকু মেয়েটা এবারও হয়তো মৃত্যুকে জয় করে ফিরে আসবে। ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবর শুনে অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায় একটি বিশিষ্ট সংবাদমাধ্যমের কাছে জানান, ঐন্দ্রিলার সাথে কেবল একবারই দেখা হয়েছিল আমার। জীবনে লড়াইয়ের সময় ওকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। এই খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না। রোজ ঘুমাতে যাওয়ার আগে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতাম। ভেবেছিলাম লড়াইটা হয়তো জিতে যাবে মেয়েটা।
টলিকিং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই খবরটি শুনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ভালো থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছে-শক্তি অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকুক। এছাড়াও এই দুঃসংবাদ পেয়ে নিজেদের মনোকষ্ট প্রকাশ করেছেন অভিনেতা সৌরভ দাস, অভিনেত্রী উষসী, অরিন্দম শীল ছাড়াও অনেক সহ-অভিনেতা এবং অভিনেত্রীরা। এই দুঃসংবাদে যথেষ্ট ভেঙে পড়েছে ঐন্দ্রিলা শর্মার অনুগামীরা। অনেকেই তাদের মনের অবস্থা জাহির করছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে।