পকেটমারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, আন্তর্জাতিক বইমেলা,
বইমেলায় পকেটমারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, উদ্ধার হলো ৭৫ হাজার টাকা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বইমেলায় পকেটমারের অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেত্রী রুপা দত্তকে। হতবাক হচ্ছেন ? ভাবছেন একজন বলিউড অভিনেত্রী কেন পকেট মারতে যাবে ? তাহলে ঘটনাটি জানুন, গতকাল শনিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে বলিউড অভিনেত্রী রুপা দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।

গত কয়েকদিন ধরেই কলকাতার আন্তর্জাতিক বইমেলায় ভিড়ের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে মানিব্যাগ। তবে কিছুক্ষণ পরে মানিব্যাগ পাওয়া যাচ্ছে ডাস্টবিনে অথবা ভূলুণ্ঠিত অবস্থায়। কিন্তু মানিব্যাগ থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। যার ফলে একাধিক পকেটমারের অভিযোগ জমা পড়ে। আর সেই অভিযোগ অনুযায়ী শনিবার সকাল থেকেই টহল দিচ্ছিল পুলিশ আধিকারিকরা। শেষমেষ পুলিশের জালে পকেটমার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার আন্তর্জাতিক বইমেলায় টহল দিচ্ছিল পুলিশ। আর সেই সময় এক পুলিশকর্মী লক্ষ্য করেন, এক মহিলা ডাস্টবিনে একটি মানিব্যাগ ফেলে চলে যাচ্ছেন। একজন মানুষ কেন তার মানিব্যাগ ডাস্টবিনে ফেলে দিতে যাবেন ? তা দেখেই সন্দেহ হয় পুলিসকর্মীর, তৎক্ষণাৎ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় কেন তিনি মানিব্যাগ ফেলে দিলেন ? তিনি কোথায় যাচ্ছেন ? কিন্তু কোন প্রশ্নের সুউত্তর দিতে পারেননি ওই মহিলা।

ওই মহিলাকে সন্দেহ হওয়ায় মহিলা পুলিশ কর্মী এনে তল্লাশি চালানো হয়। তারপর তার তল্লাশি চালিয়ে হতবাক হয়ে পড়েন পুলিশকর্মীরা। ওই মহিলার ব্যাগের মধ্যে একাধিক মানিব্যাগ এবং তার মধ্যে একাধিক টাকা পাওয়া যায়। এরপর ওই মহিলাকে বিধাননগর উত্তরের থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসা করা হয় এতগুলি পার্স তার কাছে কি করছে। কিন্তু কোন উত্তর দিতে পারেননি ওই মহিলা।

এরপর জিজ্ঞাসাবাদে ওই মহিলা তার পরিচয় পত্র জানিয়েছেন, তিনি একজন বলিউড অভিনেত্রী। তার নাম রুপা দত্ত। তিনি হিন্দি ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন। পাশাপাশি তিনি বাংলা সিনেমাতেও কাজ করেছেন । পুলিশের সামনে রুপা দত্ত জানিয়েছেন, জনবহুল জায়গায় ঘুরে ঘুরে পকেটমারি করতেন তিনি।

এছাড়াও গতকাল শনিবার তার ব্যাগ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার পাশাপাশি তার বাগে একটি ডায়েরি পাওয়া গিয়েছে। যেটিতে তার সব হিসাব পত্র রয়েছে। অভিনেত্রীর কান্ড দেখে হতবাক হয়েছেন পুলিশকর্মীরা। অভিনেত্রী রুপা দত্তের বড় কোন চক্র আছে বলে মনে করছে পুলিশ।