nusrat jahan, nikhil jain, yash dasgupta, নুসরত মা হতে চলেছেন
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের টলিপাড়ায় গুঞ্জন। এক বছর আগেই রুপালি পর্দার তারকা নুসরতের দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। বর্তমানে তার স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী নুসরত এক সঙ্গে থাকেন না।

তবে তার মধ্য দিয়েই এবার নতুন গুঞ্জন শোনা গেল টলিপাড়ায়। অভিনেত্রী নুসরত এবার মা হতে চলেছেন। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী নুসরাত জাহান কিছুই জানাননি। বছরখানেক হলো নিখিল জৈন-এর সঙ্গে তার সম্পর্কের ফাটল ধরেছে। গতবছর দূর্গা পূজার পর থেকেই যশ ও নুসরতকে নিয়ে কানাঘুষো চলছে টলিপাড়ায়। যশ এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত জাহান এমনটাই মন্তব্য অনেকের।

অভিনেত্রী তথা তৃণমূলের সংসদ নুসরাত জাহান অন্তঃসত্ত্বা এর বিষয়ে মন্তব্য করেছেন তার স্বামী। জানা গিয়েছে এ ব্যাপারে নুসরাতের স্বামী নিখিল জৈন কিছুই জানেন না। এমনকি বিগত কয়েক মাস ধরে কোন সম্পর্কই নেই অভিনেত্রীর সঙ্গে। সুতারাং সাফ ভাষায় তিনি এটাই জানাতে চেয়েছেন, এই সন্তান তার নয়। তবে জানিয়ে রাখি, নিখিল ও নুসরত আলাদা থাকলেও তাদের এখনো আইনিভাবে বিচ্ছেদ হননি।

nusrat jahan, nikhil jain, yash dasgupta, নুসরত মা হতে চলেছেন
ছবি – সংগৃহীত

বিগত কয়েক মাস ধরেই ঘনিষ্ঠতা বেড়েছে অভিনেত্রী নুসরাত এর সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের। বিভিন্ন স্থানে একই ফ্রেমে দেখা গিয়েছে তাদের। এমনকি পুজোর ছুটি কাটাতে রাজস্থানে গিয়েছিলেন অভিনেত্রী ও যশ। আজমীর শরীফে-ও একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন দুজনেই। যা দেখে সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো শুরু হয়।

এর পর দক্ষিণেশ্বর মন্দিরে যশ দাশগুপ্তের সঙ্গে দেখা গিয়েছিল নুসরাতকেও। বর্তমানে টলিপাড়ায় কান পাতলেই, সংবাদের শিরোনামে বারাবার এসেছে তাদের নাম। তবে এবার নতুন প্রশ্ন দানা বেঁধেছে নেটিজেনদের মনে। অভিনেত্রী নুসরাত জাহান মা হতে চলেছেন কিন্তু অভিনেত্রীর স্বামী সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন সন্তান তাঁর নয়। তাহলে এই সন্তানের বাবা কি যশ ?

নতুন করে গুঞ্জন শুরু হলো টলিপাড়ায়। অনেকেই জানিয়েছেন নুসরত যশ-এর সঙ্গে সম্পর্কে আছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত নতুন করে ঘর সাজাতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। তবে অভিনেত্রী এই বিষয়টিকে ঘিরে কি জানান, সে দিকেই নজর নেটিজেনদের।