পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাংলা চলচ্চিত্র জগতে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। তারই মধ্যে এবার অন্যতম তারকা সুমনা দাস ওরফে “টুম্পা সোনা”। কয়েক মাস আগে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল “টুম্পা সোনা” গান। সেই গানের “টুম্পা সোনা” গানের ‘টুম্পা’ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সুমনা দাসকে।
এবার ‘টুম্পা সোনা’ করোনার কবলে। অভিনেত্রী সুমনা দাস ওরফে ‘টুম্পা সোনা’ বেশ কিছু উপসর্গ লক্ষ করায় কোভিড টেস্ট করিয়েছিলেন। তবে গতকাল সেই রিপোর্ট তিনি হাতে পান। রিপোর্ট অনুযায়ী ‘টুম্পার’ কোভিড রিপোর্ট পজেটিভ। তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।
সুমনা দাস জানিয়েছেন, “করোনা রিপোর্ট হাতে পৌঁছানোর আগেই কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলাম।’ তিনি আরও জানান, “বাড়িতে মা ও বাবা রয়েছেন। যদিও মা-বাবা কোভিড টিকা গ্রহণ করেছেন।” ‘টুম্পার’ মতে, টিকা গ্রহণ করার পরেও যদি বাবা-মা কোভিড আক্রান্ত হয়ে পড়েন। সেই কারণেই তিনি উপসর্গ লক্ষ্য করা মাত্রই কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।
অতিমারি করোনার কবলে গোটা দেশ। তার বেশ প্রভাব পড়েছে এ রাজ্যেও। দৈনিক সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১৯ হাজার। অতিমারি করোনার মধ্য দিয়েই বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’ শেষ পর্বের শুটিং করছিলেন কলকাতাতেই অভিনেত্রী সুমনা দাস। বাংলাদেশের ওই ছবির অভিনয় করতে করতে হঠাৎ অসুস্থ বোধ করেন সুমনা দাস।
আরও পড়ুনঃ ভিডিওঃ “ভাত খাওয়ার আগে বাংলা খেলে, করোনা হবে না” জানালেন ‘আমেরিকার চেয়েও বড় ডাক্তার’
এর পরেই তিনি তার শুটিং বন্ধ করে নিজের বাড়ি ফিরে আসেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোনও প্রকার গন্ধ ও স্বাদ বুঝতে পারছেন না। গন্ধ ও স্বাদহীন হয়ে পড়েছেন তিনি। বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে তার মধ্যে। তার পিঠে ও কোমরে প্রচন্ড ব্যাথা শুরু হয়েছে অন্যদিকে পেটে ব্যথা অনুভব করছেন সুমনা।
অভিনেত্রী জানিয়েছেন, করোনা রিপোর্ট পজিটিভ আসার পর খাওয়া-দাওয়া, ওষুধ ও বিশ্রাম সমস্ত কিছুই চিকিৎসকদের পরামর্শ মেনেই করছেন তিনি। এমন পরিস্থিতির মধ্য দিয়ে মন ভালো রাখতে কি কি করছেন, সেকথাও তিনি জানিয়েছেন। টুম্পা জানিয়েছে, “মন ভালো রাখতে নানা ধরনের সিরিজ দেখছি। আত্মীয় স্বজনেরা নিয়মিত ফোনে কথা বলে আমায় ইতিবাচক রাখার চেষ্টা করছেন।”
আরও পড়ুনঃ ভাইরাল ভিডিও: মৃত দেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগেই জীবিত হয়ে উঠলো
তবে তার ‘টুম্পা সোনা’ গান ভাইরাল হওয়ার পর থেকেই তার অনুগামীরা সংখ্যা কম নয়। তার অনুগামীরা করোনা পজিটিভ খবর পেয়ে, অভিনেত্রী জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই।