পশ্চিমবঙ্গ ডেস্কঃ নারদা কান্ড নিয়ে বর্তমানে উত্তপ্ত বাংলা। তার জেরে সিবিআই গ্রেফতার করেছে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। আজ বুধবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সতর্ক থাকুন, গভীর ষড়যন্ত্র চলছে।” দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ সর্তকতা জারি করলেন মদন মিত্র।
নারদা কান্ড নিয়ে গত সোমবার কলকাতার দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এক বিধায়ক এছাড়াও প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। তৃণমূলের তিন হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার-কে ঘিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে কার্যত ধর্নায় বসেন। প্রায় ৬ ঘন্টা কাটানোর পর তিনি নিজাম প্যালেস ছাড়েন।
কলকাতার ৪ হেভিওয়েট নেতা নিম্ন আদালত থেকে জামিন মঞ্জুর পান। তবে সেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপরই নিম্ন আদালতের রায়ের স্থগিতাদেশ রদ করে কলকাতা হাইকোর্ট। এরপর তাদেরকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্সি জেলে আটক করার পর শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র শারীরিক অসুস্থতা বোধ করায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ আজকের মত নারদা মামলার শুনানি শেষ, আপাতত চার নেতা থাকবেন জেল হেফাজতে
এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মদন মিত্র ও শোভন চ্যাটার্জি। আজ মদন মিত্রের উডবার্ন ওয়ার্ড থেকে সিটি স্ক্যান করবার জন্য নিয়ে যাওয়া হয়। উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “সতর্ক থাকুন, গভীর ষড়যন্ত্র চলছে। এই হারকে মেনে নিতে পারছে না। গণতন্ত্রের এমন নৃশংস হত্যা এর আগে আমি কখনও দেখিনি।”
এছাড়াও তিনি আরও বলেন, “আমি এখনো অসুস্থ বোধ করছি। গতকাল হাইপোগ্লাইকোমিয়া হয়ে গিয়েছিল। উপরওয়ালা আছেন। এই ষড়যন্ত্রের মোকাবিলা হবে।” তবে তাকে ঘিরে ভিড় এতটাই উপচে পড়ে ছিল যে তার আর সিটি স্ক্যান করা সম্ভব হয়নি।
জানা গেছে এই মুহূর্তে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন তিনি। অক্সিজেনের ঘাটতি হওয়ায় ভেন্টিলেটরের দেওয়া হয়েছে তাকে। তবে এবার নারদা কান্ডের জড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। এরই সঙ্গে এই মামলায় পার্টি করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও।
আরও পড়ুনঃ হাসপাতাল থেকে টুইট করে “বিজেপি ও সিবিআই কে ধন্যবাদ” জানালেন মদন মিত্র
আজ নারদা কান্ডের শুনানি শুরু হওয়ার কথা ছিল বেলা এগারোটা নাগাদ সেটা পিছিয়ে দুপুর দুটোই করা হয়। তবে একদিকে যেমন কলকাতা হাইকোর্টে জামিনের স্থগিতাদেশ তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন ৪ জন হেভিওয়েট নেতাদের আইনজীবীরা। তবে অন্যদিকে মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাবার দাবি জানিয়েছিল সিবিআইয়ের আইনজীবীরা। তবে আজ মামলার কোনো শুনানি না হওয়ায় আগামীকাল দুপুর ২ টা থেকে আবার শুরু হবে দুই পক্ষের তর্ক-বিতর্ক শোনা।