পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসন্ন বিধানসভা ভোটের আগেই টলিপাড়ার সমস্ত তারকাদেরকে দেখা যাচ্ছে রাজনীতিতে। যেন পাল্লাপাল্লি দিয়ে যোগদান চলছে। কেউ গেরুয়া শিবির আবার কেউ ঘাসফুলে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কীর্তন গায়িকা অদিতি মুন্সি।
সৌগত রায়ের হাত ধরেই তৃণমূল ভবনে কর্মী হিসেবে যুক্ত হলেন অদিতি মুন্সি। তিনি দলে যুক্ত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। শুধু মুখ্যমন্ত্রীকে নয় অভিষেক ব্যানার্জি কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, “আমাদের প্রাণের দিদি আমাদের ভালোবাসেন। বাংলাকে তিনি এক নতুন রূপ দিয়েছেন। বাংলার রূপকার তিনি। খুব ভালো লাগছে তৃণমূল কংগ্রেস-এ যোগ দিতে পেরে। দিদি যা বলবেন তা শিরোধার্য মনে করে পালন করব।”
এছাড়াও তিনি আরো জানান, “দিদি আমাকে যোগ্য মনে করেছেন বলেই আজ আমি এখানে ঠাঁই পেয়েছি। আমাকে তৃণমূল কংগ্রেস দলের কর্মী হিসেবে ভাবা হয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ। প্রকৃতপক্ষে আমি দিদির উন্নয়নের পাশে আছি।”
অদিতি মুন্সির জীবনসঙ্গী দেবরাজ চক্রবর্তী উত্তর ২৪ পরগনা জেলার যুব সংগঠনের নেতা। জানা গিয়েছে, শুরু থেকেই দেবরাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস করে আসছেন। তিনি সর্বদাই মানুষের পাশে থাকেন। অদিতির বিয়ের পর থেকেই দেখছেন স্বামী দেবরাজ চক্রবর্তী ও শ্বশুর তরুণ চক্রবর্তী রাজনীতি করছেন।
সর্বদায় তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের পাশে আছেন তারা। আমিও তাদের সঙ্গে মানুষের পাশে থাকতে চাই। তবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পেছনে মূল হাত রয়েছে স্বামী দেবরাজ চক্রবর্তীর। অদিতি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর স্বাভাবিকভাবেই খুশি দেবরাজ।
তবে দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার আগে সৌগত রায় একটি গান শোনাতে বলেন অদিতি কে। তিনি তার কথা ফেলতে পারলেন না। খালি গলায় গান গেয়ে শোনালেন অদিতি। “তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।” এর পরেই তিনি দলীয় পতাকা হাতে তুলে নেন।