NEET Examination Cancel

পশ্চিমবঙ্গের ডিজিটাল ডেস্কঃ- গত রবিবার তামিলনাড়ুর সালেমে ধনুশ নামে ১৯ বছরের এক ছাত্র আত্মহত্যা করে বলে জানা যায়। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় গত দু’বছর ধরে আশানুরূপ ফল না করতে পারায়, আতঙ্কে ছাত্রটি আত্মঘাতী হয়। তামিলনাড়ু বিধানসভা তামিলনাড়ু অ্যাডমিশন টু আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রী কোর্সেস বিল পাসের মাধ্যমে জানায় যে, ছাত্র-ছাত্রীদের আর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-এর (এনইইটি) ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে না।

গত রবিবার ওই ছাত্রের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পরই প্রধানত এই পদক্ষেপ নেয় তামিলনাড়ু সরকার। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার বাতিলের জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তামিল ভুমির নেতারা।

তাদের বক্তব্য, তামিলনাড়ুতে প্রচুর শিক্ষার্থী আছে যারা তামিল ভাষায় পঠন-পাঠন করে এসেছে। কিন্তু এই পরীক্ষাটি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হওয়ায় তারা এই পরীক্ষায় বসতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তাই আশানুরূপ ফল আসে না। শুধুমাত্র ধনী ব্যক্তিদের ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েরা এর সুযোগ পাচ্ছে। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী এই একটি কারণে পিছিয়ে পড়ছে। তাদের ভবিষ্যত রীতিমতো নষ্ট হয়ে যাচ্ছে।

আত্মঘাতী পরীক্ষার্থীর মৃত্যুর খবর শুনে বিধানসভায় স্ট্যালিন জানান, ইংরেজিতে নিট পরীক্ষা হওয়ায় গ্রাম এবং শহরের বিভিন্ন ছাত্রছাত্রীরা এই প্রবেশিকা পরীক্ষায় বসতে দ্বিধাবোধ করে। খানিকটা আতঙ্কে থাকে তারা। কেন্দ্র তাদের সমস্যার কথা বুঝে উঠতে পারেনা। আজ কেন্দ্রের এই গাফিলতির কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এই প্রবেশিকা পরীক্ষার বিরোধিতা করে আজ থেকে লড়াই শুরু করলাম। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে, তাদের শিক্ষা গ্রহণের পথ সঠিকভাবে তৈরি করা রাজ্য সরকারের কাজ। কাজেই যতক্ষণ না এই পরীক্ষা প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমরা লড়ে যাব এবং বিজয়ী হব।

স্ট্যালিনের এই বক্তব্যের উত্তরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা পালানিস্বামী বলেন, নিট বাতিল করা হবে বলে অনেকদিন ধরেই রাজ্য সরকারের নেতারা শুধুমাত্র মৌখিক আশ্বাস দিয়ে আসছিল। এই সমস্ত প্রতিশ্রুতির মাধ্যমে ডিএমকে ক্ষমতায় আসার পর আর এই পরীক্ষা বাতিল করা হয়নি। এই প্রতিশ্রুতির কথা বিশ্বাস করেই ধনুশ নামে ওই ছাত্র পরীক্ষার প্রস্তুতি নেয়নি এবং আতঙ্কে এভাবে আত্মঘাতী হল সে।

ওই ছাত্রের এই ধরনের আকস্মিক মৃত্যুর পরই তামিলনাড়ু বিধানসভা জানায় নিট পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি হতে হবে না। শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে কলেজগুলিতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। তবে এই বিল কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে, কাজেই রাষ্ট্রপতি দ্বারা সম্মতি প্রাপ্ত হলেই বিলটি স্বীকৃতি পাবে।

গত ৫ই জুন তারিখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিট পরীক্ষার প্রভাব সম্পর্কে বিস্তর আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছিলেন। এই কমিটির নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে রাজন। এই কমিটির সিদ্ধান্ত এবং তথ্য বিন্যাস এর ফলাফলের পরই নিট পরীক্ষা বাতিলের প্রস্তাব গ্রহণ এবং একটি বিলের মাধ্যমে এই কার্যটি শুরু করা হয়।