Mamata Banerjee, Naveen Patnaik, TMC, H. D. Kumaraswamy, Akhilesh Yadav, মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক, তৃণমূল, এইচ ডি কুমারস্বামী, অখিলেশ যাদব
অখিলেশের পরে নবীন তারপরে কুমারস্বামী, তাহলে কি নির্বাচনের জন্য তৃতীয় মোর্চা গঠনে উদ্যোগী মমতা?

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ২০২৪ এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃতীয় মোর্চা গঠনের কাজ শুরু করে দিয়েছেন? কারণ তিনি আগেই জানিয়েছিলেন, বাম এবং কংগ্রেসের থেকে সম দুরত্ব বজায় রেখে বাদবাকি বিরোধী শক্তি গুলিকে একত্রিত করে কেন্দ্রে বিজেপি বিরুদ্ধে তৃতীয় মোর্চা তৈরি করবেন। সমাজবাদী পার্টির এক কনফারেন্সে যোগ দেওয়ার জন্য গত সপ্তাহে অখিলেশ যাদব কলকাতায় এলে, বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তারপর গতকাল ২৩শে মার্চ বিকেলে বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে মমতার বৈঠক কি সেই ইঙ্গিতই করছে?

তার উপর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে উড়িষ্যায় বিধানসভা নির্বাচন। মমতার মতো তার কাছেও রাজ্য রাজনীতিতে বর্তমানে বিজেপি প্রধান বিরোধী শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, তিনিও নীতিগত ভাবে কংগ্রেস এবং বিজেপি থেকে সব দূরত্ব বজায় রাখার পক্ষপাতী।

তাই তার পক্ষে একটি তৃতীয় মোর্চা গঠনের দিকে পা বাড়ানো অসম্ভব কিছু না। যদিও জাতীয় ইস্যুতে বহুবারই তিনি বিজেপির পাশে থেকেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবীন পট্টনায়কের ব্যক্তিগত সম্পর্কও দীর্ঘদিন ধরে খুবই ভালো। তার উপরে রাজ্যের নানা ইস্যুতে নবীন পট্টনায়ক সরকারের তুলোধোনা করতে ব্যস্ত উড়িষ্যার রাজ্য বিজেপি নেতৃত্ব।

নবীন পট্টনায়ক উড়িষ্যার বহুদিনের মুখ্যমন্ত্রী। বিজেপি উড়িষ্যায় সরকার তৈরি চেষ্টা করলেও বিজেডি তার পূর্বের জায়গা ধরে রেখেছে। বরঞ্চ বলা চলে, নবীন পট্টনায়কের জন্যই বিজেপি এখনো উড়িষ্যাতে ক্ষমতা প্রসার করতে পারেনি।

এমতাবস্থায় নবীন পট্টনায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ যে তৃতীয় মোর্চা গঠনের জন্য এক নতুন দিক খুলে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই উড়িষ্যার সংবাদমাধ্যমগুলি বর্তমানে নবীন পট্টনায়ক এবং ধর্মেন্দ্র প্রধান একে অপরের বিরুদ্ধে সমালোচনায় মুখরিত। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, নবীন পট্টনায়কও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

যদিও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি পশ্চিমবঙ্গে যেমন প্রচুর ওড়িয়ার বাস তেমনি উড়িষ্যতেও প্রচুর বাঙালিরা বসবাস করেন। তাই ভোট বাক্সের স্বার্থে একে অপরকে সাহায্যের বিষয়টা থেকেই থাকে। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় পুরীতে পশ্চিমবঙ্গ সরকারের একটি গেস্ট হাউস তৈরি করার বিষয়ে চিন্তাভাবনা করছেন।

গতকালই উড়িষ্যার মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়কে গেস্ট হাউসের জন্য জমি পরিদর্শনে নিয়ে গিয়েছিলেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই বিষয়েও কথা হয়ে থাকতে পারে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তার নিজ বাস ভবনে বিকেল ৫টার সময় বৈঠক করবেন এইচ ডি কুমারস্বামীর সঙ্গে।