Kirron Kher, bollywood, Anupam Kher's wife, অনুপম খের, বলিউড, অনুপম খেরের স্ত্রী
রক্তের ক্যানসারের পর ফের কোভিডে আক্রান্ত অনুপম খেরের স্ত্রী কিরণ খের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ অনুপম খেরের স্ত্রী কিরণ খের বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনয় জীবনে অসংখ্য পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। বেশ কিছুদিন যাবৎ তাকে বড় পর্দায় তেমন আর দেখা যায় না। সেটির অন্যতম কারণ ২০২১ সালে তার ক্যান্সারে আক্রান্ত হওয়া। তিনি মাল্টিপল মায়লোমা নামের এক ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। যার কারণে তাকে কেমোথেরাপিও নিতে হয়েছিল।

সেই সময় মাঝে মাঝেই মিডিয়ায় খবর রটতো যে তিনি মারা গিয়েছেন। এমনকি অনুপম খের একাধিকবার বিবৃতি জানিয়ে এইরকম মিথ্যে খবর না রটানোর জন্য অনুরোধ জানিয়েছেন। তবে তিনি সেই কঠিন যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় কোভিডের কারণে লকডাউন চলছিল। যার ফলে ক্যান্সার আক্রান্ত রোগীদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়েছিল।

মূলত কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে ক্যানসারের চিকিৎসা চলার পাশাপাশি, লকডাউনের কারণে কিরন খেরকে গৃহবন্দিও থাকতে হচ্ছিল। যার ফলে তার মানসিক অবসাদ দেখা দিয়েছিল। ২০২১ সালে কিরণের স্বামী অনুপম নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, কিরণ বাইরে বেরতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। তবে ভাল খবর হল, ওর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনও কোনও দিন সে খুবই ইতিবাচক থাকছে আবার কোনও দিন কেমোথেরাপির জন্য যন্ত্রণায় ভুগছে। সবাই মিলে তাকে ভাল করার চেষ্টা করা হচ্ছে।

এরই মধ্যে খবর এলো যে এবার কোভিডে আক্রান্ত হয়েছেন কিরণ খের। বর্ষীয়ান এই অভিনেত্রী নিজেই সোমবার ট্যুইট করে একথা জানিয়েছেন। তিনি ট্যুইটে লিখেছেন, তিনি কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। যাঁরা তার সংস্পর্শে এসেছেন, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে যেন করিয়ে নেন। তার এমন ট্যুইটের পর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন তার ভক্তরা। অতীতে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলেই দুশ্চিন্তার কারণ আরো বেশি। তাই সকলের এখন একটাই প্রার্থনা তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।