পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গোটা ডিসেম্বর জুড়েই তাপমাত্রার উত্থান পতন বিশেষভাবে চোখে পড়ছে। দু-একদিন বেশ শীত পড়ার পর বড়দিনের সময় দেখা গিয়েছিল গরম আবহাওয়া। গত দু-তিন দিন ধরে বেশ উষ্ণ আবহাওয়া থাকার পর আজ হঠাৎই প্রায় ৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে তাপমাত্রা।
কেমন থাকবে আজকের আবহাওয়া ?
সর্বোচ্চ তাপমাত্রা | ২৫.৪ ডিগ্রী সেলসিয়াস |
সর্বনিম্ন তাপমাত্রা | ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস |
আর্দ্রতা | ৫৭ শতাংশ |
হাওয়ার গতিবেগ | ১.৮ কিমি/প্রতি ঘণ্টা |
আজকের আবহাওয়া –
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় অনেকটাই নামবে বলে জানা গিয়েছে। গতকালের তুলনায় কলকাতার তাপমাত্রা আজ ৪ ডিগ্রী থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস পতন ঘটেছে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া –
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে অন্যান্য জেলাগুলি শুষ্কই থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং-এ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে গতকালের তাপমাত্রার তুলনায় আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। চলতি কয়েকদিনের মতো আজও গোটা উত্তরবঙ্গ জুড়ে বেশ কুয়াশার প্রকোপ দেখা গিয়েছে।
গত দু-তিন দিন ধরে টানা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর আজ হঠাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিচে নেমেছে। সকালের দিকে বেশ শিরশিরানি ঠান্ডার অনুভূতিও পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তাপমাত্রা ১২° পর্যন্ত নেমে গিয়েছে। তবে মোটের উপর দক্ষিণবঙ্গের তাপমাত্রার এই মুহূর্তে ২৪ ডিগ্রী থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
আগামীকালের আবহাওয়া –
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার এই পতন স্থায়ী হবে না। আগামী দু-তিনদিনে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে আগামীকাল ও বর্ষ শেষের রাতে তাপমাত্রা আবার খানিকটা উঠে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে।