পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মারাত্মক অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে তদন্তের নাম করে পুলিশ এবং বাইরের কিছু লোক হোস্টেলে ঢুকে জোর করে পোশাক খুলে নাচতে বাধ্য করেছে ছাত্রীদের। শুধু তাই নয় ছাত্রীদের নাচের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে সঙ্গে সঙ্গে।
ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। একটি সমাজ সেবক সংস্থা জেলা শাসকের কাছে গিয়ে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনার প্রমাণ হিসেবে ঘটনার ভিডিও জমা দেওয়া হয়েছে। জেলাশাসক অভিজিৎ রাউত তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
ওই অভিযোগে কিছু পুলিশ কর্মী এবং কিছু লোক তদন্তের নাম করে ছাত্রাবাসে প্রবেশ করেছিল এবং ছাত্রীদের পোশাক খুলে নাচতে বাধ্য করেছিল। মেয়েরা তাতে অস্বীকার করলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
মহারাষ্ট্রের জলগাঁও এর গণেশ নগরে অবস্থিত এই হোস্টেল। এই হোস্টেলটি মহিলা ও শিশু কল্যাণ অধিদপ্তর দ্বারা পরিচালিত করা হয় এবং দরিদ্র, নিপীড়িত নারী ও মেয়েদের আশ্রয় খাবার সরবরাহ করে থাকে। হোস্টেলের মারাত্মক ঘটনাটি সামনে আসার পর জননায়ক ফাউন্ডেশনের সভাপতি ফিরোজ পিনজারি, ফরিদ খান ও মঙ্গল সেনাওয়ান হোস্টেলে গিয়ে ঘটনাটি সম্বন্ধে জানার চেষ্টা করেছিলেন। তবে তাদের হোস্টেলে প্রবেশ করতে দেওয়া হয়নি।
হোস্টেলে প্রবেশ করতে না দিলেও ছাত্রীরা হোস্টেলে জানালা থেকে সম্পন্ন ঘটনাটি বর্ণনা করেছে বলে জানা গিয়েছে। ছাত্রীরা জানিয়েছে পুলিশ কর্মী এবং অন্যান্য বহিরাগতরা কিছু হোস্টেলের কর্মচারীদের সাথে মিলে তদন্তের অজুহাতে হোস্টেলে প্রবেশ করেছিল। ফের তারা ছাত্রীদের নিজেদের পোষাক পরিত্যাগ করে নাচ করতে বলে। যেই সমস্ত ছাত্রীরা বিরোধিতা করেছিল তাদের মারধর করে এবং হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। তাছাড়া হোস্টেলের কর্তৃপক্ষ তরফ থেকেও হয়রানির শিকার হতে হয় ছাত্রীদের।