wikipedia, pakistan, উইকিপিডিয়া, পাকিস্তান
ফেসবুক এবং ইউটিউবের পর বাতিলের তালিকায় এবার উইকিপিডিয়া! নিষেধাজ্ঞা পাকিস্তানে

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবার নাকি ইউটিউব এবং ফেসবুকের মত ‘উইকিপিডিয়া’তেও নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। সম্প্রতি জানা গিয়েছে, পাকিস্তানে বসবাসকারীরা আর ব্যবহার করতে পারবেনা ‘উইকিপিডিয়া’। পাক সরকারের মতে, অনেক নিন্দাজনক বিষয়বস্তু রয়েছে এই ‘উইকিপিডিয়া’-তে। এমন অভিযোগ তুলে পাকিস্তান সরকার ব্লক করে দিয়েছে ‘উইকিপিডিয়া’। সেদেশের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী টেলিমক অথরিটি ৪৮ ঘণ্টার জন্য ‘উইকিপিডিয়া’ পরিষেবাগুলিকে অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে পাকিস্তান সরকার ‘উইকিপিডিয়া’কে কালো তালিকাভুক্ত করেছে। মাত্র কয়েকদিন আগেই পাক সরকার কতগুলি বিষয়কে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশিকা পাঠিয়েছিল ‘উইকিপিডিয়া’-কে। যদি তাদের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেয়া হয় তাহলে ব্লক করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল পাকিস্থান। কিন্তু ‘উইকিপিডিয়া’-এর তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া না পাওয়ায় পাকিস্তান সরকার আপাতত বন্ধ রেখেছে এই পরিষেবা।

সুত্রের খবর, শুক্রবার গভীর রাত থেকে আপাতত ব্লক করা হয়েছে ‘উইকিপিডিয়া’। পিটিএ ৪৮ ঘণ্টার জন্য বিশ্বকোষ ওয়েবসাইটে প্রবেশ ব্যহত আর ধীর করে দেয় হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী। পাক সরকার অভিযোগ করেছে, এই ওয়েবসাইটে নাকি প্রচুর পরিমাণ নিন্দাজনক বিষয়বস্তু রয়েছে।

সেদেশের প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, উইকিপিডিয়া’কে কিছু বিষয়বস্তু ব্লক করার বা সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই সংস্থা তাতে রাজি নয়। এই ঘটনার ফলে পাকিস্তান সরকার অপমানিত বোধ করে এবং তাদের অভিযোগ প্ল্যাটফর্মটি প্রশাসনিক নির্দেশ মানতে চায়নি। ফলে উইকপিডিয়ার পরিষেবাগুলিকে ৪৮ ঘণ্টার জন্য ধীরগতিসম্পন্ন করা হয়েছিল এবং এরপর রিপোর্ট করে প্ল্যাটফর্মটিকে ব্লক করা হয়েছে।

পাকিস্তানি মুখপাত্র আরও জানিয়েছেন, যতদিন বেআইনি বিষয়বস্তু মুছে ফেলা না হচ্ছে ততদিন ‘উইকিপিডিয়া’ পরিষেবা পাকিস্তানে বন্ধ থাকবে। যদি সংস্থাটি রিপোর্ট করা বেআইনি বিষয়বস্তু মুছে ফেলে তাহলে ফের নতুন করে ‘উইকিপিডিয়া’র পরিষেবা চালু করার ছাড়পত্র দেবে সে পাকিস্তানের প্রশাসনিক কর্তারা।

এই ঘটনা প্রথম নয়। অতীতে পাকিস্তান ‘ফেসবুক’ ও ‘ইউটিউব’-এর মত সোশ্যাল মিডিয়া জায়েন্টকে ব্লক করে দিয়েছিল। এবং তার সাথে প্ল্যাটফর্মগুলির বিষয়বস্তু নিয়ে তীব্র নিন্দা ও সমালোচনা করেছিল।