kylian mbappe, neymar, psg, এমবাপ্পে, নেইমার
ফ্রান্সের পর এবার পিএসজি এর হয়ে বিধ্বংসী রূপ এমবাপ্পের, বিতর্কে জড়িয়ে পড়লেন নেইমার | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- এই বছর বিশ্বকাপের ফাইনালে লুসাইল স্টেডিয়ামে হ্যাটট্রিক করার পর ক্লাবের খেলাতেও সেই ছন্দই বজায় রাখলেন এমবাপ্পে। পিএসজি হয় ম্যাচের শেষ মিনিটে গোল করে দলকে জয়ী’ করলেন তিনি। তবে এমবাপ্পে ভালো খেললেও পাশাপাশি সমস্যার মুখে পড়লেন নেইমার।

সেই পুরনো প্লে অ্যাক্টিং আবার দেখা গেল কাল রতে। বক্সের ভেতর অকারনে ডাইভ মেরে আদায় করতে চেয়ে ছিলেন পেনাল্টি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ রেফারি তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। বিশ্বকাপের পরে পিএসজির ২ তারকা খেলোয়াড়ের কাছে প্রথম ম্যাচটি দুই ধরনের হল। স্ত্রাসবুর্গকে ২-০ ব্যবধানের গোলে পরাজিত করে পিএসজি ।

কিন্তু ফ্রান্সের ঘরোয়া লিগে ১৯ নম্বরে থাকা এই দলের বিরুদ্ধে জয় মোটেও সহজে আসেনি । খেলার শেষ মিনিটে পেনাল্টি থেকে এমবাপে গোল না করতে পারলে ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হতে পারত। ৯৫ মিনিটের মাথায় বক্সের ভেতর, পিছন দিক থেকে ফাউল করা হয় এমবাপেকে। মার্কুইনোস গোল করলেও রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দেন। বিশ্বকাপের ফাইনাল এর মত চাপমুক্ত ভাবেই পেনাল্টি থেকে গোল তুলে নিলেন কিলিয়ান এমবাপ্পে। বলের গতির কাছে পরাস্ত হতে হয় গোলরক্ষককে। এখন ৪৪ পয়েন্ট নিয়ে ঘরোয়া লিগের শীর্ষস্থানে এখন অবস্থান করছে পিএসজি ।

উল্লেখ্য, ৬১ মিনিটের মাথায় বিতর্কে জড়িয়ে পড়েন নেইমার। প্রতিপক্ষের খেলোয়াড় আদ্রিয়েন টমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখতে হয় তাকে। তারপর ঠিক এক মিনিটের মধ্যেই বক্সের মধ্যে ড্রাইভ মেরে পেনাল্টির আবেদন জানান তিনি। কিন্তু শেষমেশপ্লে অ্যাক্টিং এর জন্য দ্বিতীয় হলুদ কার্ডটি দেখতে হয় তাকে।

রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ব্রাজিলিয়ান তারকাকে। পিএসজিতে যোগ দেয়ার পর এটি ছিল তার পঞ্চম রেড কার্ড। গত চার বছরে পিএসজির হয়ে এত লাল কার্ড এখনো পর্যন্ত কেউ দেখেনি। লাল কার্ড পাওয়ার পর মাঠ ছেড়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান নেইমার।