lord hanuman and Bolsonaro, ব্রাজিল, করোনা ভাইরাস
lord hanuman and Bolsonaro

পশ্চিমবঙ্গ ডেস্কঃ- করোনাভাইরাস এর মহা সংকটকালে পুরো বিশ্বের ফার্মেসির শিরোপা এর আগেই মাথায় তুলে নিয়েছিল ভারত। প্যারাসিটামল থেকে শুরু করে হাইড্রক্সিক্লোরোকুইন সমস্ত রকমের ওষুধের প্রয়োজনীয়তা মিটিয়েছে ভারত। ভারত থেকে কুড়ি লক্ষ করোনা ভ্যাকসিন নিয়ে শুক্রবার দুটি বিমান উড়ে গিয়েছিল ব্রাজিলের উদ্দেশ্যে। ঠিক তার পরপরই ভারত এবং নরেন্দ্র মোদি কে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন ব্রাজিলের রাষ্ট্রপতি।

করোনা ভ্যাকসিন তৈরিতে পুরো পৃথিবী কে নতুন আলো দেখাচ্ছে ভারত। এক নয় দুই নয়, প্রায় একশর কাছাকাছি দেশ ভারতের কাছে করোনার ভ্যাকসিন এর জন্য আবেদন জানিয়েছে। ভারত তাদের প্রতিবেশীদের সবার আগে ভ্যাকসিন প্রদান করেছে। ভারতের প্রতিবেশী প্রথম পলিসি কে মেনে বাংলাদেশ, নেপাল, ভুটান এই দেশগুলিতে আগেই করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।

ভারত থেকে ব্রাজিলের করোনার ভ্যাকসিন এর দুটি বিমান উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতকে ও নরেন্দ্র মোদিকে টুইটারে রামায়ণের হনুমানের চরিত্রকে মনে করিয়ে টুইট করেন ব্রাজিলের রাষ্ট্রপতি বোলসোনারও। তিনি তার টুইটারে লেখেন “এই করোনাভাইরাস এর বিশ্বব্যাপী মহামারী সময়ে ভারতের মত বন্ধু পেয়ে গর্বিত ব্রাজিল। ধন্যবাদ জানাই আমাদের দেশে করোনা ভ্যাকসিন পাঠিয়ে সাহায্য করার জন্য।” তিনি তার সাথে সাথে হিন্দিতে আলাদা করে “ধন্যবাদ” শব্দটি উল্লেখ করেন। এই টুইটে সবথেকে ভারতীয়দের মনে যেটি আলাদা করে জায়গা করে নিয়েছে সেটি হল শ্রী রামের ভক্ত হনুমানজির ছবি শেয়ার করা নিয়ে।

করোনা পীড়িতদের দেশের মধ্যে ব্রাজিল পৃথিবীতে তৃতীয় স্থানে অবস্থান করছে। বিশ্বে একসময় আমেরিকার সাথে সাথে পাল্লা দিয়ে ব্রাজিল করোনা মহামারীতে বিপদের মুখে পড়েছিল। এই ভ্যাকসিন ব্রাজিলের মানুষকে নতুন করে বাঁচার আশার আলো দেখাবে তা নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া মিলেছে ব্রাজিলের কূটনৈতিক মহলে।