পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ চোখে পড়ার মত। রাজ্যে দ্বিতীয় দফা ভোটে নন্দীগ্রাম যেন হয়ে উঠেছিল কুরুক্ষেত্রের ময়দান। তৃণমূল কংগ্রেসের দাপট এবং বিজেপির পাল্টা দৌরাত্ব্য, সব মিলিয়ে স্বশস্ত্র পুলিশ বাহিনী যেন হিমসিম খেয়েছে। এবারে নন্দীগ্রামের ভোট পর্ব মিটতেই মুখ্যমন্ত্রী ভোট প্রচারে পাড়ি জমাচ্ছেন উত্তরবঙ্গে।
এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য উত্তরবঙ্গ। গতকাল তিনি পৌঁছে গেছেন উত্তরবঙ্গে তৃণমূল পার্টির হয়ে প্রচারে। উত্তরবঙ্গে দুটি জেলায় মূলত তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানত কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি জেলায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মোট চোদ্দোটি আসনের জন্য জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও পশ্চিমবঙ্গে দুদফা ভোট হয়ে গিয়েছে এবং আগামী ১০ই এপ্রিল হল রাজ্যে চতুর্থ দফা ভোট গ্রহণ পর্ব। সেই চতুর্থ দফা ভোট গ্রহণ পড়বে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী এবং মোট ৪৪ টি আসনে ভোট গ্রহণ হবে।
সেই চতুর্থ দফা ভোট প্রচারেই মূলত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। মূলত দুটি জেলার ১৪ টি বিধানসভা কেন্দ্রের বিশাল সংখ্যক ভোট নিজের দিকে আকর্ষণ করাই মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জন্যই এই তিন বিশাল জনসভার আয়োজন। এছাড়াও এই জনসভার পেছনে আরেকটি বড় কারণ হল লোকসভার নিরিখে ১৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২ টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি।
প্রধানত তিন জায়গায় তিনজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে জনসভা করছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে করেছেন দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সমর্থনে দিনহাতা টাউনের সঙ্ঘতি ময়দানে, এরপর তিনি সভা করবেন তুফানগঞ্জ এসএমএ মাঠে প্রার্থী প্রণব কুমার দে এর সমর্থনে। শেষে সভা করবেন ফালাকাটায় টাউন ক্লাবের মাঠে প্রার্থী সুভাষ রায়ের সমর্থনে। এখন দেখা যাক সাধারণ মানুষের ভোট কার দিকে থাকে। আর সব জল্পনার অবসান হবে ২রা মে। ওইদিন বিধানসভা ভোটের রেজাল্ট। এই দিকেই তাকিয়ে আছে গোটা দেশ।