পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গতকাল পর্যন্ত শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে শিশুদের আক্রান্ত হওয়ার সম্পর্কে জানা গিয়েছিল। কিন্তু আজ দক্ষিণবঙ্গে হদিশ মিলল এই অজানা জ্বরের। এখনও পর্যন্ত দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪২ জন শিশুকে। তবে পরীক্ষা করার পর জানা যাবে যে উত্তরবঙ্গের শিশুদের জ্বরের সাথে এই জ্বরের কোন সম্পর্ক আছে কিনা।
গতকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি হাসপাতাল ভর্তি ছিল প্রায় ২০০ জন শিশু। সাথে সাথে শিলিগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি ছিল ৭০ জন শিশু। চিন্তার কারন এই যে, সকল শিশুদের অসুস্থতার উপসর্গ ছিল একই রকম।
এবার দক্ষিণবঙ্গের দেখা মিলল এই অজানা জ্বরের। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, দুর্গাপুরের মহাকুমা হাসপাতালে অজানা জ্বর নিয়ে ভর্তি করা হয়েছে ৪২ জন শিশুকে। এই শিশুদের জ্বর ও সর্দির সাথে শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। তবে শিশুদের শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকার কারনে জন্য যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, কোচবিহার জেলায় দ্রুততার সাথে বাড়ছে শিশুদের আক্রান্তের সংখ্যা।
আরও তথ্য আসছে……