পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এখনো ভূমিকম্পের আতঙ্ক তাজা রয়েছে মানুষের মনে। টিভি খুললেই তুরস্ক ও সিরিয়ার ধ্বংসলীলার ছবি ও অসহায় মানুষের হাহাকার। তার উপর নানা মহল থেকে কথা উঠছে, ভূমিকম্পের দিক থেকে ভারত মোটেও নিরাপদ নয়। ঠিক তার মাঝেই ফের ভূমিকম্পের শিকার সিকিম।
আজ ভোর ৪টে ১৫মিনিট নাগাদ পশ্চিম সিকিমের শৈল শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের আঁচ পেতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় মানুষজনদের মনে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, পশ্চিম সিকিমের ইউকসোম থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭.৮১ অক্ষাংশ এবং ৮৭.৭১ দ্রাঘিমাংশে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পের ফলে ক্ষয় ক্ষতি বা প্রাণহানির কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ঘটনার পর সতর্ক হয়েছে সিকিম রাজ্য প্রশাসন। সিকিম সরকার এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে কম্পনের উৎসস্থল এবং তার আশেপাশের অঞ্চলে নজরদারি চালানো হচ্ছে। কোনো অস্বাভাবিকতা নজরে এলেই, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।