পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল থেকে মেঘের চাদর ডেকেছে গোটা রাজ্য। মেঘের ফাঁক দিয়ে মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে সূর্যকিরণ। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরে বঙ্গে তাপমাত্রার পারদ পৌঁছেছে চরমে। ভাপসা গরমে রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছে বাংলার মানুষ। প্রবল বৃষ্টির জন্য চাতকের মত আকাশের দিকে তাকিয়ে আছে বঙ্গবাসী। তবে বঙ্গে তেমন স্বস্তির বৃষ্টির দেখা মিলছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কমছে না তাপমাত্রার পারদ।
আজ শনিবার উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এবং এর সাথে সাথে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি বাঁড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আজকের (Weather) আবহাওয়া:
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব করবে বাংলার মানুষ।
আবহাওয়াদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এই বৃষ্টি জারি থাকবে আগামী সোমবার পর্যন্ত।
অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আগামী সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।