মমতা বন্দ্যোপাধ্যায়, Mamta Banerjee, tmc, ভোট গননা, বিধানসভা ভোট
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে এক মাস ব্যাপী ভোট উৎসবের আজ শেষ দিন। আজ বঙ্গে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম দফার বিধানসভা নির্বাচনী ভোট। তবে এই বিধানসভা নির্বাচন ভোটের গণনা হবে আগামী ২ রা মে।

ভোট পর্ব শেষ হতে না হতেই তৃণমূল সুপ্রিমো মমতা এবার বিশেষ করে জোর দিচ্ছেন ভোট গণনার দিকে। যে ভাবে বঙ্গে এবার নির্বাচন ভোট হয়েছে, তাতে করে একেবারেই নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

তৃণমূল নেত্রীর দাবি, ভোট গণনার দিন কারচুপি করে রাজ্যে নতুন সরকার আনার চেষ্টা করতে পারে কমিশন। মমতার মতে, এবার বিধানসভা নির্বাচন ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে এটা সুনিশ্চিত। তৃণমূল নেত্রী জানিয়েছেন বিজেপি হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপির বিরুদ্ধে করা একটি অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি কমিশন এমনটাই দাবি মমতার।

তবে ভোট গণনা নিয়ে নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হলেই, আগামীকাল শুক্রবার দলীয় প্রার্থীদেরকে সতর্ক করতে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা।

পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯১ টি আসনে প্রার্থি দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পাহাড়ের তিনটি আসন ছেড়ে দিয়েছে তৃণমূল। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুটি বিধানসভা কেন্দ্রে আগামী ১৬ ই মে ভোট গ্রহণ হবে। অন্যদিকে খড়দাহ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার পরের দিনই করোনা হানায় মৃত্যু হয় তৃণমূল প্রার্থী কাজল সিনার। তবে ছাঁটকাট করে ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সঙ্গে শুক্রবার ভার্চুয়ালি বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা।