পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ২০২২ কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচ মোট ১৬ টি কার্ড দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন স্পেনের রেফারি মাতেউ লাহোজ (Antonio Mateu Lahoz)। শুধু সেই ম্যাচে নয় বিশ্বকাপের পর লা লিগার ম্যাচেও কার্ড দেখানো নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। স্পেনের এক সংবাদপত্রের মাধ্যমে জানা গিয়েছে, সমালোচনার মুখে পড়ে এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লাহোজ।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে ১৬ টি হলুদ কার্ড একটি লাল কার্ড দেখিয়েছিলেন স্প্যানিশ রেফারি লাহোজ। মেসিকেও হলুদ কার্ড দেখাতে পিছুপা হননি তিনি। ম্যাচ চলাকালীন মাঠে লাহোজের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন লিওনেল মেসি। ম্যাচ শেষে ইন্টারভিউতে রেফারির চরম সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। নেদারল্যান্ডসের খেলোয়াড়রাও ছেড়ে কথা বলেনি লিও। ফলে শেষ পর্যন্ত ফিফা চাপের মুখে পড়ে বিশ্বকাপের ফাইনালের আগেই দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় তাকে।
দেশে ফেরার পরেও বিতর্কের শেষ নেই লাহোজকে নিয়ে। গত শনিবার, লা লিগার ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয় এস্প্যানিয়ল। এই ম্যাচে দুই দলের ১২ জন ফুটবলার কে হলুদ কার্ড দেখিয়েছিলেন এই স্প্যানিশ রেফারি। এছাড়া বার্সেলোনার জর্ডি আলবা এবং এস্প্যানিয়ল ভিনিসিয়াস সৌজাকে লাল কার্ড দেখান তিনি।
এস্প্যানিয়লের আরো একজন ফুটবলার কে লাল কার্ড দেখান মাতেউ লাহোজ। কিন্তু কিছু সময় পরেই ভার টেকনোলজি ব্যবহার করে সিদ্ধান্ত বদলান এই রেফারি। বার্সেলোনার কোচ জাভি এবং রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় রাফিনিয়াকেও হলুদ কার্ড দেখান তিনি। তারপরে লাহোজের বিরুদ্ধে অভিযোগ করে বার্সেলোনা এবং এস্প্যানিয়লের ফুটবলাররা। এর পরই লা লিগা এবং কোপা ডেল রের ম্যাচে এই রেফারিকে না রাখার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল সংস্থা। তারপরে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ রেফারি।