পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বর্ধমানের আউসগ্রাম এর তৃণমূল নেতা অরুপ মিদ্যাকে একটি ভিডিওতে পুলিশ অফিসারদের হুমকি দিতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
পশ্চিমবঙ্গে আজ বিধানসভা ভোটের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। কিন্তু এর মধ্যেই বর্ধমানের তৃণমূল নেতার এই ভাইরাল ভিডিও কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মতামত দিচ্ছে সাধারন মানুষ।
এই ভিডিওতে বর্ধমানের আউসগ্রাম এর তৃণমূল নেতা অরূপ মিদ্যা কে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, “ভোট দেখাচ্ছেন আমাকে ? তিন দিন পর আমার সরকার আসবে, তখন আমি আপনাকে দেখব। আমার সরকার আসলে আমি দেখব আমি কত বড় নেতা আর আপনি কত বড় অফিসার।”
তাকে আরও বলতে শোনা যায় “শীতলকুচি করার ইচ্ছা আছে কি ? আপনারও যেমন আইন আছে, আমারো তেমন লাইন আছে। আপনার ১০০ মিটারে ঢুকলে তখন আমাকে বলবেন। আমাদের গ্রামে ভোট একটা উৎসব। আমার ঘরে কি ওদের জমায়েত করতে পারবো না ?”
তার উত্তরে পুলিশ আধিকারিক জবাব দেন “ভোট দেয়া হয়ে গেলে সবাই বাড়ি চলে যা যাক। জমায়েত করার কোনও দরকার নেই।” এর উত্তরে তৃণমূল নেতা আবার বলেন “খুব সাবধানে কথাবার্তা বলবেন।”
ইতিমধ্যেই এই ভিডিও কে ঘিরে রাজ্য রাজনীতিতে বিভিন্ন তথ্য তরফে ভেসে আসছে বিভিন্ন মতামত। অনেকেই সাধুবাদ জানান পুলিশ আধিকারিকদের। অনেকের বক্তব্য করোনা পরিস্থিতিতে ভোটের পর জামায়াত করা কতটা বিপদজনক হতে পারে তা হয়তো আন্দাজ করতে পারেননি তৃণমূল নেতা অরুপ মিদ্যা।
আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শীতলকুচি ঘটনার পর কোনোভাবেই কোথাও অযথা জমায়েত করার কোন দরকার নেই ভোটগ্রহণের দিনে। উত্তেজনা যাতে কোনোভাবেই না বাড়ে তার প্রতি দায়িত্বশীল হতে হবে সমস্ত নেতা-নেত্রীদের বলেও মত অনেকের।