পশ্চিমবঙ্গ ডেস্কঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট দুই বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটারের পর এবার ফেসবুকও একই পথে হাঁটল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুকের নীতি লংঘন করেছে বলেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক সংস্থা।
এর আগে গত ৬ জানুয়ারি ক্যাপিটাল হিংসার জেরে ডোনাল্ড ট্রাম্পকে সাসপেন্ড করেছিল ফেসবুক সংস্থা। ইতিমধ্যেই ক্যাপিটাল হিংসার জেরে টুইটার সংস্থার পক্ষ থেকে আজীবন সাসপেন্ড করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। জনপ্রিয় ভিডিও সংস্থা ইউটিউব থেকেও আজীবন সাসপেন্ড করা হয়েছে তাকে।
জানিয়ে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হেরে যাওয়ার পর বিক্ষোভ দেখাতে শুরু করে ট্রাম্পের কর্মী-সমর্থকরা। রাজনৈতিক বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আমেরিকা। যার জেরে বেশ কয়েকজন মানুষ মারা যান। এমনকি ভয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বহু মানুষ। তবে এমন পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তে নামার পর দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন।
যার কারণে ইউটিউব এবং টুইটার এর পক্ষ থেকে আজীবনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় তার একাউন্ট। টুইটারের মতো একই পথে হাঁটল এবার ফেসবুক। তবে এখনো পর্যন্ত ফেসবুক সংস্থা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কে আজীবনের জন্য সাসপেন্ড করেনি।
আগামী দুই বছরের জন্য ফেসবুকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০২৩ সালে ৭ জানুয়ারি প্রাক্তন প্রেসিডেন্ট-এর ফেসবুক অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানা গিয়েছে। একের পর এক সোশ্যাল মিডিয়ার সমস্ত একাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে ইতিমধ্যেই পূর্বাভাস পাওয়া গিয়েছে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ার মত একটি প্ল্যাটফর্ম চালু করতে চলেছেন।