মমতা বন্দোপাধ্যায়, বাংলায় জেতার পর ভারতবর্ষটাকেও দেখব
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মালদা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ এর বিধানসভা ভোটে বাংলা জেতার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সামনে বড় চ্যালেঞ্জ হবে ২০২১ এর বিধানসভায় বাংলা বিজেপিকে আটকানো। আজ মালদার জনসভায় দাঁড়িয়ে বিজেপিকে তুমুল আক্রমণ করলেন মমতা ব্যানার্জি।

২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে ভাল ফল করেছে বিজেপি। তারপর থেকেই ২০২১ এর বিধানসভা ভোট কে পাখির চোখ পড়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূল দল থেকে প্রচুর নেতা নেতৃত্ব বিজেপিতে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উঠে পড়ে লেগেছেন বিধানসভা ভোটে নিজেদের ক্ষমতা রক্ষা করার।

আজ মুখ্যমন্ত্রী মালদহ থেকে বলেন “ওরা ভাবছে বাংলাকে দখল করি। মমতার মেরুদন্ড টা ভেঙে দাও। তোমরা আমার মেরুদন্ড কিভাবে ভাঙবে ? বাংলা জিতে ভারতবর্ষটাকে দেখবো। ভারতবর্ষের যাতে আস্তে আস্তে সংহতি ফিরে আসে।” লোকসভা ভোটের আগে সারাদেশের সমস্ত বড় বড় নেতাদের এক মঞ্চে হাজির করতে সক্ষম  হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেকেই লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সবথেকে বড় নেতা হিসেবে ভাবছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস একটি অঞ্চল বিশেষ দল। তাই জন্য অনেকেই মনে করেন রাহুল গান্ধীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্ব অনেক বেশি দৃঢ় হওয়া সত্ত্বেও তিনি বিরোধীর মুখ হতে পারেননি।

বাংলার ২০২১ এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে যেরকম রাজনৈতিক মহড়া শুরু হয়েছে, তাতে রাজ্যের সাধারণ মানুষ কেউ এর পক্ষে এবং কেউ ওর পক্ষে থেকে নিজেদের মতামত প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। বাংলা তাদের রাজনৈতিক দলকে পছন্দ করতে প্রায় দুই ভাগে ভাগ হয়ে গেছে বললেই চলে।