আগ্নিকাণ্ডের খবর, কলকাতায় আগুন
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গতকালের লেনিন সরনীর পর আবার আজ তপ্সিয়ার কাছে ২১ নম্বর সড়কের কাছেই একটি জুতো কারখানায় ঘটলো ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় হঠাৎ করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হঠাৎ করেই ওই জুতোর কারখানা থেকে ধোঁয়া উঠলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা স্থলে হাজির হয় দমকল এবং পুলিশ বাহিনী।

তপ্সিয়ার ২১ নম্বর সড়কের কাছেই একটি জুতো কারখানায় সকালে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া উঠতে দেখলে স্থানীয় পুলিশ থানায় খবর দেন তারা। সকলের মধ্যে তীব্র চাঞ্ছল্য ছড়িয়ে পড়ে। তারপরই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের ১০ টি ইঞ্জিন। কার্যত ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।

আগুন লাগার পরেই যদিও সকলকে কারখানা থেকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় কারখানার দেওয়াল যেমন ভেঙে পড়ে তেমনই একজন নিরাপত্তা রক্ষী ভেতরে আটকে থাকলে স্থানীয় বাসিন্দারা কারখানার ছাদ ভেঙে তাঁকে উদ্ধার করে। যদিও দমকল বাহিনী খুব দ্রুত এবং তৎপরতার সাথে আগুন নেভাতে সক্ষম হন এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল আগ্নিকাণ্ড ঘটেছিল কলকাতার লেনিন সরণীতে। লেনিন সরণীর জ্যোতি সিনেমার কাছে কোনও একটি বাড়িতে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথেই তা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি  ইঞ্জিন এবং তারা কিছু সময়ের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয় বলে সূত্রের খবর।

কিছুদিন আগেই কলকাতায় নিউ কয়লাঘাটা বিল্ডিং থেকে মাত্র ৫০০ মিটার দূরে একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতল বিল্ডিং এর চারতলায় রয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এবং ওই পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এর ক্যান্টিন থেকেই সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়।