নন্দীগ্রাম, বিধানসভা নির্বাচন, তৃণমূল, বিজেপি, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ যত কান্ড নন্দীগ্রামে ! ভোটে জিতেও হঠাৎই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার ঘোষণা করা হল নন্দীগ্রামে। এ যেন নাটককেও হার মানায়। সকাল থেকেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। প্রথমে বেশ কিছুটা মার্জিনে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও পরে বেলা বাড়ার সাথে সাথে নন্দীগ্রামে জয় লাভ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু হঠাৎই যেনো বদলে গেল সবকিছু। বিকেল ৫ টা নাগাদ ১৭ দফা ভোট গণনার শেষে সংবাদ সংস্থা এএনআই এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে শুভেন্দু অধিকারিকে ১২০০ ভোটে হারিয়ে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারী পুনর্গণনা দাবী জানালে, আবার নতুন করে নন্দীগ্রামে ভোট গণনা হয় এবং সে সময় দেখা যায় যে ১৬২২ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এই নন্দীগ্রাম বিধানসভা ভোটের শুরু থেকেই সবচেয়ে স্পর্শ কাতর বুথ গুলির মধ্যে একটি ছিল। প্রথম থেকেই এই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একেবারে সম্মুখ সমর ছিল। সকলের চোখ ছিল এই নন্দীগ্রামের দিকে। শেষ পর্যন্ত এখানে ভোটের শুরুর মত শেষটাও ছিল নাটকীয়।

নন্দীগ্রামের পরাজয়ের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসা করা হল তিনি জানান “আমরা দু’শোর বেশি আসনে জিতেছি। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘোষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। এখন বলছে হেরে গিয়েছি। এটা কি করে হয় জানি না। ওখানকার মানুষ যা রায় দিয়েছেন তা মেনে নিয়েছি। ওখানে ভোট গণনা যাতে রিভিউ করা হয় সেই দাবি জানাবো, দরকার হলে আদালতে যাব।”

নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো কাউকে জেতার জন্য সার্টিফিকেট দেওয়া হয়নি। এখন দেখার বিষয় এই যে এই নন্দীগ্রাম কে কেন্দ্র করে এখনও কত দূর জল গড়ায়।