javed akhtar, জাভেদ আখতার
ধর্ম নিয়ে মন্তব্য করে ফের সমালোচনার মুখে জাভেদ আখতার | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতবর্ষের ধর্ম নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হওয়ার ঘটনা এখন একটি সাধারন ব্যাপার। এবার হিন্দু ধর্মের ব্যাপারে বক্তব্য পেশ করলেন খ্যাতনামা গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার। আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদকে তালিবানের সঙ্গে তুলনা করে ফের বিতর্কের মুখে তিনি।

কিছুদিন আগে টিভিতে একটি সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, তালিবানরা যেরকম ধর্ম নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র তৈরি করতে ইচ্ছুক, ঠিক তেমনি ভারতবর্ষে কিছু মানুষ চান একটি হিন্দু রাষ্ট্র তৈরি করতে। এই ধরনের মানুষ মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান, ইহুদি যাই হোক না কেন, মানসিকতার দিক থেকে তারা সকলেই সমান।

তিনি আরো বলেন, তালিবানরা সত্যিই নিকৃষ্ট প্রকৃতির। কিন্তু যারা ভিএইচপি, আরএসএস এবং বজরং দলের মত দলগুলিকে সমর্থন করেন তারাও তাদের সমান। তার এই মন্তব্যের পর শিবসেনার তরফ থেকে একটি সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে এই বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়েছিল।

সেখানে বলা হয়, ভিএইচপি এবং আরএসএস-এর সঙ্গে জড়িত জনগণকে তালিবানির সঙ্গে এখন তুলনা করা হচ্ছে। যা হিন্দু সংস্কৃতির কাছে যথেষ্ট অসম্মানীয় ব্যাপার। পরবর্তী সময়ে এই বিষয়ে জাভেদ আখাতার নতুন একটি প্রবন্ধ প্রকাশ করেন।

যেখানে তিনি বলেন, “বিভিন্ন জায়গা থেকে আমাকে নানান ধরনের সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে। ভারত কখনোই আফগানিস্থানে পরিণত হবে না। কারণ পুরো বিশ্বের মধ্যে বেশিরভাগ হিন্দু ব্যক্তি যথেষ্ট সহনশীল এবং রুচিসম্পন্ন।” এর আগেও জাভেদ আখতারকে বিভিন্ন সময় ধর্ম নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে।