পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের করোনার প্রকোপ শুরু। এবার চিনে ফের দেখা মিলেছে করোনা ভাইরাসের সংক্রমনের। এই নিয়ে ইতিমধ্যেই চিনে জারি করা হয়েছে লকডাউন।
চিনের উত্তর-পূর্বে ঝিলিন প্রদেশে সব থেকে খারাপ অবস্থা করোনার নতুন ঢেউয়ে। গত মঙ্গলবার চিনে ৫ হাজার ২৮০ জন মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যা চিনের ‘জিরো কোভিড পলিসি’ নীতি গ্রহন করার পর, এক দিনে আক্রান্তের নিরিখে চিনের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
চিনের সরকার সাধারণ নাগরিকদের দ্রুত গতিতে র্যাপিড করোনা টেস্ট চালাচ্ছে। বর্তমানে চিনের প্রায় তিরিশ মিলিয়ন মানুষকে লকডাউন অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া চিনের সবথেকে বড় শহর সাংহাইতেও জারি করা হয়েছে লকডাউন।
একেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৌলতে বিশ্ব অর্থনীতিতে যথেষ্ট খারাপ প্রভাব পড়ছে। এবার ফের চীনে লকডাউন এর প্রভাবে বিশ্ববাজারে বিভিন্ন বিভিন্ন দ্রব্যের টান পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
অন্যদিকে মহামারীর আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। গতকাল এক দিনে প্রায় ছয় লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। তবে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেশি হলেও সারাবিশ্বে তাদের দেশে মৃতের হার সবথেকে কম।
সেদেশে মৃতের হার কম নিয়ে কোরিয়ান ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের প্রফেসর চৌজে উক বলেছেন “দক্ষিণ কোরিয়ায় মৃতের হার কম হওয়ার কারণ হল আমাদের আইসিইউ ক্যাপাসিটি। আমাদের হাসপাতালগুলি খুব ভালোভাবে এই অবস্থাকে সামাল দিচ্ছে।”
দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে তারা প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষের পিসিআর টেস্ট করাচ্ছে এবং তাদের হাসপাতালগুলি এই মহামারীকে সামলে নেবে।