পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সকাল থেকেই অষ্টম এবং শেষ দফা ভোট গ্রহণ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কোলকাতা। সকাল থেকেই অশান্তি অব্যাহত। বেলেঘাটা অঞ্চলে একেবারে সামনা সামনি যুদ্ধে নামে তৃণমূল এবং বিজেপি। বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে বেধরক মারে তৃণমূলের সমর্থকরা, এই অভিযোগে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেলেঘাটা অঞ্চল।
বিধানসভা ভোটের শেষ পর্যায় এসেও অশান্তি অব্যাহত সারা রাজ্যে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খোঁজ পাওয়া যায়। কোলকাতার বুকে তৃণমূল, বিজেপি সংঘর্ষ এবং মারামারি কার্যত কুরুক্ষেত্রের রূপ নেয়। কোলকাতার জোড়াসাঁকো এলাকা থেকে বোমাবাজির খবর আসে।
এদিন অষ্টম এবং শেষ দফা ভোটে রাজ্যের চার জেলায় হচ্ছে ভোট গ্রহণ পর্ব। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পাইকপারা এলাকা এবং বেলা বাড়ার সাথে সাথেই বেলেঘাটা অঞ্চলে বিজেপি, তৃণমূল সংঘর্ষ একেবারে অন্য পর্যায় পৌঁছে যায়। ইট বৃষ্টি চলে, চলে লাঠি, বাঁশ, হকি স্টিক দিয়ে মার।
এদিন বেলেঘাটা বুথে ভোট গ্রহণে কিছু বাঁধা পাওয়ার খবর আসতেই ঘটনা স্থলে পৌঁছয় উক্ত কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি ওই স্থানে পৌঁছতেই তাঁকে ঘিরে ফেলে ৫০ থেকে ৬০ জন তৃণমূল কর্মী সমর্থক। সেই বিজেপি কর্মীকে গণ পিটুনির অভিযোগ ওঠে তৃণমূলের দিকে।
তৎক্ষণাৎ ঘটনা স্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও পুলিশ বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। যদিও পরে উক্ত স্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পুলিশ প্রশাসন।