লালবাজার, রেমিডি হাসপাতাল, করোনা ভাইরাস, অক্সিজেন, kolkata police
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশেই বর্তমানে করোনা পরিস্থিতি খুবই সংকট জনক। দেশে আকাল দেখা দিয়েছে লিকুইড অক্সিজেনের। অক্সিজেনের অভাবে ধুঁকছে পশ্চিমবঙ্গ। এই অবস্থায় ফের পুলিশের মানবিক মুখ দেখল কলকাতা। গড়িয়ায় রেমেডি হাসপাতালে অক্সিজেনের অভাবে হাসপাতালে দ্রুত অক্সিজেন পৌঁছে দিল লালবাজার।

সোমবার গড়িয়ার রেমেডি হাসপাতালে হঠাৎ করেই দেখা দেয় অক্সিজেন সংকট। সেই সময় হাসপাতালে ভর্তি ছিল ৮০ জন করোনা রোগী। তাঁদের সারাক্ষণই অক্সিজেনের প্রয়োজন ছিল। এমত অবস্থায় হাসপাতাল কর্তিপক্ষ জানায় যে, তাদের কাছে যে পরিমাণ অক্সিজেন আছে তা দিয়ে মাত্র আড়াই ঘণ্টা তাদের পক্ষে চালানো সম্ভব।

সঙ্গে সঙ্গে সরকারি স্তরে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় যে অক্সিজেন পাওয়া যাবে তবে মঙ্গলবার এর আগে নয়।  চারিদিকে যোগাযোগ করা হলে এগিয়ে আসে লালবাজার এবং অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। হাসপাতালের ডিরেক্টর বিমান ভট্টাচার্য জানান যে, ” সোমবার বিকেলে আমার সাথে স্বাস্থ্য ভবনের কথা হয়েছে। স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন, অক্সিজেন আসবে। কিন্তু এই অক্সিজেন আসতে মঙ্গলবার ভোর রাত হয়ে যাবে।”

এই পরিস্থিতিতে লালবাজার এবং স্বেচ্ছা সেবী সংগঠন নিজেদের সাধ্য মত চেষ্টা করে হাসপাতালে অক্সিজেন পাঠায়। ফলে সেই সময়ের জন্য মিটে যায় অক্সিজেনের সমস্যা। কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এরকম পরিস্থিতি হল ? হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, হাসপাতালের কিছু কাগজ পত্র সংক্রান্ত সমস্যা আছে।

স্বাস্থ্য ভবনের তরফে একাধিকবার বলা হলেও গড়িয়ার রেমেডি হাসপাতাল সেটা ঠিক করে নি। কিন্তু করোনা কালে এই সংকটের সময় হাসপাতাল কর্তিপক্ষ নিজেদের ত্রুটি স্বীকার করে নিয়ে বলে যে, এই মুহূর্তে সংকট কাটানো জরুরি তারপর সমস্ত ভুল ত্রুটি শুধরে নেওয়া যাবে। বর্তমানে হাসপাতালে অক্সিজেনের অবস্থা স্থিতিশীল।