পশ্চিমবঙ্গ ওয়েবডেস্কঃ ফের জীবনযুদ্ধের সম্মুখীন বাংলা ধারাবাহিকের চেনা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সূত্রের খবর, ব্রেন স্ট্রোকের কারণে গুরুতর অসুস্থ তিনি। গত মঙ্গলবার তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে দু-বার ক্যান্সারের মতো মারন রোগের কবল থেকে সুস্থ হয়ে ফিরে আসেন অভিনেত্রী। এই ব্যাধির কারণে বারংবার অস্ত্রোপচার হয় তার শরীরে। চলে একাধিক কেমোথেরাপি। এত লড়াইয়ের পরও ফের বিধাতা তাকে এক নতুন জীবন যুদ্ধের মুখে ফেলে দিল।
বহরমপুরের মেয়ে তিনি। ছোটবেলাতেই প্রথমবার ক্যান্সার ধরা পড়ে তার। সেইবারও সুস্থ হয়ে জীবনের মূলস্রোতে পা রেখেছিলেন তিনি। পরবর্তীকালে দর্শকের মন জয় করে অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করেন। খ্যাতির ঠিক চরম শিখায় ফের ক্যান্সার দুঃস্বপ্ন হয়ে থাবা বসায় ঐন্দ্রিলার জীবনে।
কিছুদিন আগে ক্যান্সার থেকে আরোগ্য লাভ করে জীবনের মূল সূত্রে অর্থাৎ ধারাবাহিক জগতে ফেরার প্রচেষ্টায় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ তার ব্রেনস্ট্রোকের খবরে আশ্চর্য গোটা টলিপাড়া। তার আরোগ্য কামনার জন্য বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা বার্তা পাঠিয়েছেন।
তার এই জীবনযুদ্ধের সঙ্গী হিসাবে পূর্বে এবং বর্তমানে তার সাথে সর্বক্ষণ রয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। চিকিৎসকের দাবি, ৪৮ ঘণ্টার আগে কোন কিছুই বলা সম্ভব নয়। কিন্তু যেহেতু ঐন্দ্রিলার বয়স অনেকটাই কম সেই জন্য সুস্থ হয়ে ওঠার সুযোগ অনেকটাই বেশি। কিন্তু বর্তমানে সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়। তবে জানা গিয়েছে, ঐন্দ্রিলার বাম হাতটি সামান্য নড়ছে এবং গতকাল তিনি চোখ খুলেছিলেন। ডাক্তাররা অভিনেত্রীকে ভেন্টিলেশনে রেখেছেন।
দ্বিতীয়বার ক্যান্সার জয় করে আসার পর তাকে দেখা গিয়েছিল দিদি নাম্বার ওয়ানে। সেখানে তিনি তার সুস্থ হওয়ার যাত্রাটি সকলের সামনে তুলে ধরেছিলেন। তার লড়াইয়ের কাহিনী শুনে অনুপ্রাণিত হয়েছিল অগণিত দর্শক। এছাড়াও ‘ভাগাড়’ নামক একটি ওয়েব সিরিজে তাকে লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ করে ব্রেন স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়লেন তিনি।