Aindrila sharma, ঐন্দ্রিলা শর্মা
দু-একজন চিকিৎসকের ইগোর লড়াইয়ের কারনেই বলি হয় ঐন্দ্রিলার, মন্তব্য অভিনেত্রীর মায়ের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু এখনো তার অনুরাগীরা তাকে ভুলতে পারেনি। তিনি আজ আমাদের মধ্যে থেকেও নেই। সোশ্যাল মিডিয়া বলুন আর বাস্তব জীবন, সব জায়গাতেই তাকে নিয়ে চর্চা আজও চলছে। কুড়ি দিনের কঠোর লড়াইয়ের পর হার মানেন তিনি। কিন্তু অভিনেত্রীর মৃত্যু নিয়ে এবার এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন তার মা শিখা শর্মা।

গত শনিবার জাতীয় বিমা কর্মীদের তরফ থেকে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সম্মানে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তার মা শিখা শর্মা। ওই অনুষ্ঠানে ঐন্দ্রিলার সম্পর্কে বলতে গিয়ে এক চাঞ্চল্যকর বক্তব্য পেশ করেন তিনি। তিনি বলেন, দুই একজন চিকিৎসকের ইগোর লড়াইয়ের কারনেই বলি হয় ঐন্দ্রিলার।

তিনি বলেন হাওড়ার ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর কোন অভিযোগ নেই। প্রথম থেকে খুব ভালই চিকিৎসা হচ্ছিল তার মেয়ের। যিনি ঐন্দ্রিলার অস্ত্রোপচার করেন তিনিও খুবই ভালো ছিলেন। কিন্তু পরবর্তীতে যেসব চিকিৎসকের তত্ত্বাবধানে ঐন্দ্রিলার চিকিৎসা চলছিল তাদের কয়েকজনের জন্যই ইগোর লড়াইয়ের জন্যই হারাতে হয়েছে ঐন্দ্রিলা কে।

তার দাবি, এমআরআই-এর জন্য অনেকটা সময় নেওয়া হয়েছিল। রিপোর্ট যদিও খুবই ভালো এসেছিল, কিন্তু ঐন্দ্রিলার ঐরকম শারীরিক অবস্থাতে অধিক সময় নিয়ে এমআরআই করা মোটেও ভালো হয়নি। ঐন্দ্রিলার বাবা এবং দিদি দুজনেই চিকিৎসক। তারা নিজেরা ব্যাপারটি যথেষ্ট ভালোভাবেই বোঝেন। ঐন্দ্রিলার ফুসফুস এবং কিডনির কোনো সমস্যা ছিল না। কিন্তু দু-একজন চিকিৎসক গো ধরে বসে থাকায় আর ফিরিয়ে আনা গেল না ঐন্দ্রিলাকে।

প্রয়াতঃ অভিনেত্রীর মা আরো বলেন, অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। কঠিন লড়াইয়ের মধ্যে থেকেও কোনদিনও চোখের জল দেখতে পাইনি। পরপর দু-বার মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে রক্ষা পেয়ে সুস্থ হয়ে ফিরে এসেছে। অথচ হঠাৎ কি হয়ে গেল। মেয়ের হাত পা অসার হতে শুরু হয়। ব্যাস তারপরই ঐন্দ্রিলা কোমায় চলে যায়।