পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মানতে না পারলেও এটিই ধ্রুব সত্য যে, সিরিয়ালের পর্দার সেই ফুটফুটে মিষ্টি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আজ আর আমাদের মধ্যে নেই। তিনি অভিনয়ের থেকেও বেশি জনপ্রিয় হয়েছিলেন তার জীবন যুদ্ধের কাহিনীর মাধ্যমে। পরপর দু-বার মারন রোগ ক্যান্সারের সাথে তীব্র লড়াই চালিয়ে হাসিমুখে ফিরে আসেন তিনি। কিন্তু তার লড়াইয়ে বোধহয় কোন খামতি থেকে গিয়েছিল। তাই ২০শে নভেম্বর দুপুর ঠিক ১২টা ৫৯ মিনিট নাগাদ তিনি সকলকে কাঁদিয়ে চিরকালের জন্য পরলোকে পারি দেন। তার অসীম ধৈর্য এবং সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত শনিবার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয় ‘ঐন্দ্রিLife’।
এই দীর্ঘ লড়াইয়ে তার পরিবারসহ গোটা টলিউড ইন্ডাস্ট্রি, অসংখ্য অনুরাগী এবং তার কাছের মানুষ সব্যসাচী সাথে ছিলেন। সকলেই জোড় কদমে প্রার্থনা চালিয়ে গিয়েছিলেন যেন তিনি আবার সকলের মধ্যে ফিরে আসেন। হয়তো তিনি একটু শান্তির ঘুম চেয়েছিলেন। তাই ভগবান তার প্রার্থনা শুনে নিয়ে ঐন্দ্রিলাকে চির শান্তির ঘুম উপহার দিয়েছেন। তবে এই মিষ্টি মুখখানি এখনো পর্যন্ত সকলের মনে উজ্জ্বল হয়ে আছে।
‘ঐন্দ্রিLife’ নামক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা শিখা শর্মা। এই অনুষ্ঠান তারই মেয়ের স্মৃতিচারণের জন্য রাখা হয়েছিল, কিন্তু আজ সেই প্রাপ্ত সম্মান যেন বেদনাদায়ক হয়ে উঠেছে তার কাছে। মেয়ের কথা মনে পড়ে চোখের জলে ভাসিয়েছেন মঞ্চ।
এই গোটা অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় জীবন বীমার কর্মীরা। শনিবার এই সংস্থার হীরক জয়ন্তী অনুষ্ঠান ছিল। যেই অনুষ্ঠানের মূল ও শেষ আকর্ষণ ছিল ‘ঐন্দ্রিLife’ এবং সেটি পরিচালনা করেন জয়তী চক্রবর্তী। অনুষ্ঠানে বিভিন্ন রকম সংগীত, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এছাড়া ঐন্দ্রিলার মাকেও মঞ্চে ডেকে নেওয়া হয়।
ঐন্দ্রিলার পাশাপাশি শনিবার এই মঞ্চে সম্মান জানানো হয় চৈতালি চট্টোপাধ্যায়কে। তিনি ১০টা বিশ্বকাপ ফুটবল দেখেন তার স্বামীর সাথে। কিন্তু করোনার ছোবলে তার স্বামী মারা গেলে এ বছর আর কাতারে যাওয়া হয়নি তার। এছাড়াও বয়সের কবলে পড়ে তিনি বেশ অসুস্থ।