indian air force, india, বায়ুসেনা, ভারতীয় বায়ুসেনা, যুদ্ধবিমান
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মাঝরাতে ভেঙে পড়ল বায়ুসেনার একটি যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার ওই যুদ্ধবিমানটি নিয়ম মতোই চলছিল প্রশিক্ষণে। তবে আচমকাই মাঝরাতে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ‘মিগ -২১’ যুদ্ধবিমান।

ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, মাঝ রাতে এই দুর্ঘটনা ঘটার আগেই বিমান চালক যুদ্ধবিমান লাফিয়ে পড়েন। ওই যুদ্ধবিমানটির চালক ছিলেন অভিনব চৌধুরী। তবে এই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর এখনও খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার রাত একটা নাগাদ পাঞ্জাবের মোগার কাছে আচমকাই ভেঙে পড়ে ‘মিগ -২১ যুদ্ধবিমানটি।

indian air force, india, বায়ুসেনা, ভারতীয় বায়ুসেনা, যুদ্ধবিমান "মিগ -২১,"
ছবি – সংগৃহীত

ভারতীয় বায়ুসেনার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গতকাল গভীর রাতে পাঞ্জাবের মোগার কাছে একটি ভারতীয় বিমানবাহিনীর মিগ -২১ যুদ্ধবিমান ভেঙ্গে পড়েছে। বিমানটি রুটিন প্রশিক্ষণে ছিল। তখনই এই দুর্ঘটনাটি ঘটে।” তবে কি কারণে বিধ্বস্ত হলো এই ভারতীয় বায়ুসেনা যুদ্ধবিমানটি এখনো পর্যন্ত জানা যায় নি। তবে ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

indian air force, india, বায়ুসেনা, ভারতীয় বায়ুসেনা, যুদ্ধবিমান "মিগ -২১,"
ছবি – সংগৃহীত

এই দুর্ঘটনাটি ঘটার পর ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, “পশ্চিম সেক্টরে ভারতীয় বায়ুসেনার একটি বিমান গতকাল রাতে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে গুরুতরভাবে জখম হন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী। ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।” এছাড়াও আর একটি টুইট করে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, যে “এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”