alia bhatt, ranbir kapoor, bollywood, bollywood news, baby alia, daughter of alia bhatt, delivery of alia bhatt, আলিয়া ভাট, রণবীর কাপুর, বলিউড, ছোট্ট আলিয়া, আলিয়ার কন্যাসন্তান
স্বাগত ছোট্ট আলিয়াকে, মেয়েকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা রণবীর-আলিয়া | ছবি - আলিয়া ভাট

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর কাপুর এবং ভাট পরিবারে আগমন ঘটলো নতুন সদস্যের। গতকাল অর্থাৎ রবিবার সকাল ৭ঃ৩০ নাগাদ বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রণবীর কাপুরের কোল আলো করে আসলো কন্যা সন্তান। আলিয়া ভাট বর্তমানে গিলগাঁওয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন। তবে জানা গিয়েছে, কন্যা সন্তান এবং আলিয়া ভাট দুজনেই সুস্থ আছেন।

চলতি বছরে এপ্রিল মাসের ১৪ তারিখে অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাটের চার হাত এক হয়। ওইদিনই তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। আলিয়া ভাটের সন্তানসম্ভবা হওয়ার খবরটি সামনে আসে জুন মাসের ২৭ তারিখে। ইনস্টাগ্রামের একটি পোষ্টের মাধ্যমে তিনি এই খবরটি সকলকে জানান। বছর ঘুরতেই এমন খুশির খবরে আনন্দে আত্মহারা কাপুর এবং ভাট পরিবার।

তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে বাবা রণবীর কাপুর একটি ইন্টারভিউতে জানান, স্ত্রী আলিয়া এবং তার মাঝে মধ্যেই প্যারেন্টিং স্টাইল নিয়ে মত-বিরোধ বাধে। আলিয়া চান, প্যারেন্টিং সংক্রান্ত বই থেকে জ্ঞান আহরণের দ্বারা সন্তান মানুষ করতে। কিন্তু স্বামীর রণবীরের চিন্তা ধারা ভিন্ন। তার মতে, আমরা আমাদের মতই সন্তানের লালন পালন করব। পুঁথিগত বিদ্যার দ্বারা আর যাই হোক সন্তান মানুষ করা সম্ভব নয়।

সূত্রের খবর, কোনরকম সিজারিয়ান প্রক্রিয়ায় ডেলিভারি হয়নি অভিনেত্রীর। আলিয়ার ইচ্ছা অনুযায়ী, স্বাভাবিক নিয়মেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আলিয়ার কন্যা সন্তানের আগমনের খবরে খুশিতে আত্মহারা তার অনুগামীরা। শীঘ্রই তারা ছোট্ট আলিয়াকে দেখতে চান। শুধুমাত্র ফ্যানরাই নন, সমগ্র বলিপাড়া আনন্দে আত্মহারা। বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা খুশি আনন্দ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোষ্টের দ্বারা।

আলিয়ার শাশুড়ি নিতু সিং নিজের পোস্টে সকলের কাছে নাতনির জন্য আশীর্বাদ চাইলেন। অন্যদিকে অনুষ্কা শর্মা নতুন বাবা-মাকে অনেক শুভেচ্ছা এবং ছোট্ট আলিয়াকে আশীর্বাদ করেছেন। সোনাম কাপুর নিজের আনন্দ প্রকাশ করে লিখেছেন, ছোট্ট রাজকুমারীকে এক নজর দেখার ইচ্ছে তার। শুভেচ্ছা জানিয়েছেন, অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন, কপিল শর্মা এবং মৌনি রয় সহ বহু তারকা।

তবে দুঃখ একটাই রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর তাদের এই আনন্দের দিনে কাপুর পরিবারের সাথে নেই। তবে সকলের ধারণা দাদু স্বর্গীয় ঋষি কাপুরের আশীর্বাদ সর্বদা রয়েছে তাদের পরিবারের সাথে। ইতিমধ্যেই হাসপাতলে প্রচুর ফুল এবং উপহার আসছে ছোট্ট আলিয়ার জন্য। তাকে কাপুর ভিলায় ওয়েলকাম এর জন্য অপেক্ষায় পরিবারের সকলে।