পশ্চিমবঙ্গ ডেস্কঃ গরমের দাবদাহতে রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছে বঙ্গবাসী। ইতিমধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৬ এর ঘরে। আগামী কয়েক দিনের মধ্যে তা ৪০ ডিগ্রিতে পৌঁছাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এই ভ্যাপসা গরম থেকে রেহাই দেবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হতে চলেছে আজ।
আজ বুধবার সকাল থেকেই মুখ ভার করে বসেছে আকাশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রচন্ড গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলবে না। বরং আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে।
গতকাল রাত থেকই বঙ্গের আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। রাতের দিকেও বেশ গরম অনুভব করেছে বঙ্গবাসী। আকাশের অবস্থা দেখে কিছুটা হলেও গরম থেকে রেহাই পাবে বলে মনে করেছিল বঙ্গের মানুষ। কিন্তু কলকাতায় কোন রকম বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়ে দক্ষিণবঙ্গবাসীকে নিরাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতার (Today Kolkata Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ শতাংশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশে মেঘাচ্ছন্ন ভাব থাকলেও শুষ্ক আবহাওয়া থাকায় অস্বস্তি বোধ করবে বঙ্গবাসী।
আজ উত্তরবঙ্গের আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আকাশ গুমটো থাকার কারণে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।