পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন কমলা এবং হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের কারণে গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ অর্থাৎ ৪ ঠা আগস্ট, আবহাওয়া দপ্তর কমলা সতর্কবার্তা জারি করেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলায়। এই জেলাগুলিতে আজ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আগামীকাল অর্থাৎ ৫ ই আগস্ট রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে। আগামীকাল এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৬ ই আগস্ট পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার।
আবহাওয়া দপ্তর এর তরফ থেকে আরও জানানো হয়েছে যে আগামী তিন দিন বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বাড়বে, নিচু জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবজি চাষের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশা করা হচ্ছে। রাজ্যজুড়ে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।