Elephant Alipore Zoo, Alipore Zoo Opening after covid 19
খুলছে আলিপুর চিড়িয়াখানা, কোভিড নিষেধাজ্ঞা মেনে জনসমাগমের নির্দেশ | ছবি - আলিপুর চিড়িয়াখানা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা ভাইরাসের দাপট কমানোর জন্য এতদিন বিভিন্ন শপিং মল, সিনেমা হল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র সামগ্রিকভাবে বন্ধ ছিল। সিনেমা হল, রেস্টুরেন্ট ইত্যাদি স্থান অনেকদিন আগেই খুলে দিয়েছে রাজ্য সরকার। এবার আগামী বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আলিপুর চিড়িয়াখানার দরজা।

প্রবেশ করতে পারবে সাধারণ মানুষ। কিন্তু মানতে হবে বিশেষ নিয়ম বা নিষেধাজ্ঞা। তবেই চিড়িয়াখানায় প্রবেশ করা যাবে। প্রবেশের সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করা হবে। মুখে পরতে হবে মাস্ক।

সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। চিড়িয়াখানার পশু, পাখিদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এছাড়াও সাধারণ ব্যক্তিদের মধ্যেও সামাজিক দূরত্ব রেখে চিড়িয়াখানার মনোরম পরিবেশ উপভোগ করতে হবে।

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশংকায় রয়েছে রাজ্য। কাজেই এই অবস্থায় আরও সচেতন হওয়া প্রয়োজন মানুষের। শিশুদের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হওয়া দরকার।

ঠিকমতো নিয়ম মানলে শিশুরাও প্রবেশ করতে পারবে চিড়িয়াখানায়। জানা গিয়েছে, ১০ থেকে ১২ হাজার মানুষ একসাথে প্রবেশ করলে সমস্যা হবে না। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময় এই বিশাল সংখ্যক মানুষের সমাগম অপ্রত্যাশিত।

এতদিন করোনার হাত থেকে পশুপাখিদের বাঁচানোর জন্য এবং জনসমাগম এড়ানোর জন্য বন্ধ করা হয়েছিল চিড়িয়াখানা। বর্তমানে সরকারের কথায় জনসাধারনের জন্য নিয়ম-নিষেধাজ্ঞা তৈরি করে খুলে দেওয়া হচ্ছে চিড়িয়াখানার মুখ্য দুয়ার।