weather, kolkata's weather, weather news, west bengal weather news, alipore weather office, পশ্চিমবঙ্গ, আবহাওয়া, কলকাতার আবহাওয়া, আবহাওয়া খবর, পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর, রাজ্যের আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর
কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত ? ফের নিম্নচাপ ? জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ঠান্ডা পুরোপুরিভাবে উপভোগ করার জন্য এখনও অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের শীত-প্রেমী মানুষদের। রাজ্যে এখনও জাঁকিয়ে শীত পড়তে অনেক দেরি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী মঙ্গলবার থেকে পারদ কিছুটা নামবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলা বীরভূম, পশ্চিম-মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম-বর্ধমান, পুরুলিয়ায় হালকা হালকা ঠান্ডা পড়বে। এ সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গতকাল সকালবেলা থেকেই কলকাতার আকাশে হালকা কুয়াশার দেখা মিলছে। ইতিমধ্যেই শহরতলীর মানুষরা শীতের পোশাক গায়ে গলাতে শুরু করে দিয়েছে। কাজেই বলা যেতেই পারে, আগামীকাল থেকে শীতের হালকা মেজাজ উপভোগ করা যাবে। দিনের বেলায় শীতের পোশাক গায়ে চড়াতে না হলেও, সন্ধ্যার পর রাতের দিকে শীত ভালো মত অনুভব করা যাচ্ছে।

তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, শীতের আভাস বাড়তে না বাড়তেই নিম্নচাপের ঘনীভূত হওয়ার চিহ্ন পাওয়া যাচ্ছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-অন্ধপ্রদেশ উপকূল থেকে তামিলনাড়ুর উত্তর উপকূল পর্যন্ত এই নিম্নচাপের অক্ষরেখা প্রসারিত হবে। এই খবরে কলকাতাবাসীদের মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। কেননা এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই নিম্নচাপ রাজ্যে শীতের আমেজে কিছুটা বাধার সৃষ্টি করবে। কলকাতা সহ বেশকিছু জেলায় আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।