পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়েই ভয়াবহ রূপ নিয়েছে। সেক্ষেত্রে পিছিয়ে নেই ভারতও। করোনা ভাইরাসের আক্রমণে একেবারে প্রায় শীর্ষে উঠে এসেছে ভারতের নাম। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।
দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লী, পশ্চিমবঙ্গে মারাত্মক আকার নিচ্ছে করোনা ভাইরাস। মহারাষ্ট্রে লক ডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং জারি হয়েছে ১৪৪ ধারা। অন্যদিকে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেই ভোটকে কেন্দ্র করেই হচ্ছে জন সভা এবং র্যালী।
সেক্ষেত্রে বাড়ছে জনতা সমাবেশ এবং তার ফলেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এমত অবস্থায় বাতিল করা হয়েছে সমস্ত জনসভা এবং র্যালী। ভোট গ্রহণের ক্ষেত্রে আনা হয়েছে বেশ কিছু বিধি নিষেধ এবং নবান্ন থেকে জারি করা হয়েছে কিছু কঠোর নিয়ম।
কিছুদিন আগেই করোনা ভাইরাসের বার বাড়ন্তের কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত দ্রষ্টব্য স্থান। এবারে আবারও করোনা ভাইরাসের কোপ পড়েছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। করোনা ভাইরাসের প্রথম ঢেউ এ দীর্ঘ ১১ মাস বন্ধের পর গত ১২ ই ফেব্রুয়ারী নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে চালু হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান গুলি।
ফের করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসাতে পিছিয়ে গেছে সমস্ত পরীক্ষা এবং পরিস্থিতি লাগাম ছাড়া হবার আগেই ফের শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি জানান যে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হবে।
তাছাড়া যতক্ষণ না ফের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আবারও বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আসতে হবেনা শিক্ষক শিক্ষিকাদেরও। এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষা কর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন,” এই মুহূর্তে সারা দেশের সাথে এই রাজ্যে করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারন করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত যুক্তি যুক্ত বলেন আমার মনে হচ্ছে।”