স্কুল ইউনিফর্ম, school uniform
সব স্কুলে নীল-সাদা স্কুল ইউনিফর্ম এবং থাকবে বিশ্ব বাংলা লোগো, ঘোষণা রাজ্য সরকারের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বদলে যেতে চলেছে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের স্কুল ইউনিফর্ম। এবার পশ্চিমবঙ্গের সব স্কুলেই পরতে হবে একই স্কুল ইউনিফর্ম। পরতে হবে নীল-সাদা ইউনিফর্ম। এছাড়া ওই ইউনিফর্মের পকেটে লাগানো থাকবে বিশ্ব বাংলা লোগো।

জানা গিয়েছে, ছাত্রদের জন্য থাকছে নীল-সাদা জামা ও প্যান্ট এবং ছাত্রীদের জন্য থাকছে নীল-সাদা সালোয়ার কামিজ ও নীল সাদা-শাড়ি। তবে এই নিয়ে ইতিমধ্যেই আপত্তি প্রকাশ করেছেন শিক্ষক মহলের একটি বড় অংশ। তাদের মতে সব স্কুলের ইউনিফর্ম যদি একই হয় তাহলে অন্যান্য স্কুল ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট করার জন্য ভারী অসুবিধায় পড়তে হবে স্কুলের প্রশাসকদের।

রাজ্য সরকারের তরফ থেকে জারি করার নির্দেশিকা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্রত্যেকটি জেলায়। সেখানে নির্দিষ্ট করে রাজ্য সরকার জানিয়েছে, এবার থেকে যে পোশাকই রাজ্য সরকার বিলি করবে সেই পোশাকের রং হবে নীল-সাদা।

এই নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারি সম্পাদক স্বপন মন্ডল বিরোধিতা করে জানিয়েছেন, “বাংলার শিক্ষা সংস্কৃতির ওপর দখলদারি চালাতে চাইছে রাজ্য সরকার।”

এছাড়া বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করে বলেন “রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র বিরোধিতা করছি।”