পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাস সারা দেশে ধীরে ধীরে মারাত্মক আকার ধারন করেছে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। যার ফলে রাজ্যে সমস্ত রাজনৈতিক দলের জনসভা এবং র্যালী ঘিরে হয়েছে প্রচুর জন সমাবেশ। এময় অবস্থায় মারাত্মক রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। বর্তমানে এই ভাইরাসের চেন ভাঙতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ ট্রেড অ্যাসোসিয়েশান। তারা আগামী চার দিন কোলকাতার একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিমবঙ্গের কনফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশান এর কর্তারা মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, কোলকাতায় আগামী চার দিন শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া চাঁদনী চক, এজরা স্ট্রিট, প্রিন্সেপ স্ট্রীট, ক্যানিং স্ট্রিট, মাঙ্গো লেন এর মত অপরিহার্য পণ্যবাজার বন্ধ থাকবে। শুধুমাত্র পোস্তার মত কিছু বাজার যেখানে খাদ্য সামগ্রী পাওয়া যায় সেই বাজার গুলি খোলা থাকবে।
এই বিষয় সুশীল পোদ্দার বলেন, “আমাদের সমস্ত অ্যাসোসিয়েশানের কাছে আমরা অনুরোধ করছি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তারা যেন দোকান বাজার সব বন্ধ রাখে। এতে করোনার শৃঙ্খল ভেঙে যাবে।” এছাড়াও চলতি সপ্তাহে শনি এবং রবিবার মার্কেট বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এই প্রসঙ্গে সুশীল বাবু আরও বলেন যে,” আমাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। ফলে একটা আতঙ্ক কাজ করছে। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোভিডের শৃঙ্খল ভাঙাই আমাদের উদ্দেশ্য।”
এছাড়াও সিডাব্লুবিটি এর জেনারেল সেক্রেটারি রাজেশ ভাটিয়া বলেছেন,” সমস্ত ব্যবসায়ী এবং খরিদ্দারের জন্য মাস্ক পরা বাধ্যতা মূলক। যারা মাস্ক পরছেন না তাদের ফ্রি তে মাস্ক পরিয়ে দেওয়া হবে।”